Mumbai City FC: সিরিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে মুম্বই

আসন্ন ফুটবল সিজনের জন্য নতুন করে সেজে উঠছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনে দেশের তরুণ ফুটবলারদের পাশাপাশি‌ একাধিক হাইপ্রোফাইল…

আসন্ন ফুটবল সিজনের জন্য নতুন করে সেজে উঠছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশ মেনে দেশের তরুণ ফুটবলারদের পাশাপাশি‌ একাধিক হাইপ্রোফাইল বিদেশিদের যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। বর্তমানে প্রাক-মরসুম প্রস্তুতির জন্য থাইল্যান্ড উড়ে গিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। জানা গিয়েছে আগস্টের মাঝামাঝি সময় ভারতে আসবে গোটা মুম্বাই দল। কিন্তু কে হবেন দলের ষষ্ঠ বিদেশি?

সেই নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন।বিশেষ সূত্র মারফত খবর, নয়া আইএসএল সিজনের জন্য সিরিয়ান তারকা থায়ের ক্রোমার সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে সিটি ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল বছর চৌত্রিশের এই সেন্টার ব্যাককে‌। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন ক্রোমা। তাঁর পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল সকলের।

কিন্তু নয়া মরসুমে এই বিদেশি ফুটবলারকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে গতবারের মতো এবারও নিজেদের দলের এই পুরনো ফুটবলারের উপরেই ভরসা রাখতে চলেছে মুম্বাই সিটি এফসি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

Advertisements

একটা সময় আল-শোর্তা এসসি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রোমা। সেখান থেকেই পরবর্তীতে সৌদির একাধিক ক্লাব হয়ে গতবছর চলে আসেন ভারতে‌। যোগদান করেন পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসিতে। তাঁর উপস্থিতি যথেষ্ট শক্তিশালী করে তোলে দলের রক্ষণভাগকে। নয়া সিজনে নিজের পুরনো ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য এই ফুটবলারের।