Mumbai City FC: ঘরের মাঠেই আটকে গেল মুম্বই, অ্যাডভান্টেজ সবুজ-মেরুনের

FC Goa faced Mumbai City FC

বুধবার নিজেদের ঘরের মাঠে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয়েছে এই ম্যাচ। এদিন মুম্বাইয়ের হয়ে গোল করেন বিপিন সিং। অন্যদিকে, গোয়ার হয়ে গোল করে দলকে সমতায় ফেরান মহম্মদ ইয়াসির।

যারফলে, আসন্ন জামশেদপুর ম্যাচের আগে বাড়তি সুবিধা এলো সবুজ-মেরুনের কাছে। বর্তমানে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল মুম্বাই। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল গোয়া।

   

তাই এবার জামশেদপুর এফসির বিপক্ষে জয় পেলেই‌ এক পয়েন্টের পার্থক্যে টেবিলের সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। সেক্ষেত্রে এবারের আইএসএলের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে আসবে মেরিনার্সরা। বলাবাহুল্য, গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য শিল্ড হাতছাড়া হয়েছিল বাগান ব্রিগেডের। সেই আফশোস মেটাতে এবার মরিয়া লিস্টনরা। সেইমতো এবার প্রত্যেকটি ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে বধ্য পরিকর দলের সকলে।‌

আগামী ১৪ ই এপ্রিল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে বাগান শিবির। ঘরের মাঠে সেই ম্যাচ খেলার আগে টুর্নামেন্টের শিল্ড নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য থাকবে সকলের। অপরদিকে, এবারের সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে বাগান ম্যাচে জয় পেতে হবে খালিদ জামিলের ছেলেদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন