একলপ্তে চার ফুটবলারকে বিদায় জানাল এই ফুটবল ক্লাব

হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে এই সিজন শেষ করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আগের বছর কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে আইএসএল…

Mumbai City FC Releases Four Players After Disappointing ISL Season

হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে এই সিজন শেষ করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আগের বছর কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হলে ও এই বছর একেবারেই বজায় থাকেনি সেই ছন্দ। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করে সকলের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা ছিল রণবীর কাপুরের এই ফুটবল ক্লাবের। সেইমতো দলের খেলোয়াড়দের প্রস্তুত করেছিলেন পেট্র ক্র্যাটকি। কিন্তু আশানুরূপ ফল পায়নি দল। একের পর এক ম্যাচে পরাজিত হতে শুরু করেছিল মুম্বাই।

স্বাভাবিকভাবেই বাকিদের তুলনায় পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছিল আইএসএল জয়ী এই দল। তাই একটা সময় টুর্নামেন্টের সুপার সিক্সে স্থান করে নেওয়া নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। কিন্তু সহজে হার মানতে রাজি ছিল না জন টোরালরা। সেটা ব্যাপকভাবে বোঝা গিয়েছিল দ্বিতীয় লেগে। একের পর এক ম্যাচে সহজেই জয় তুলে নিতে শুরু করেছিল বানিজ্য নগরীর এই দল। তাই শেষ পর্যন্ত লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করতে সক্ষম হয় এই দল। কিন্তু সেই জয়ের যাত্রা বেশিদূর এগিয়ে যায়নি।

   

শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। বিরাট বড় ব্যবধানে এই পরাজয় কিছুতেই ভালোভাবে মেনে নেয়নি সমর্থকরা। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হাতছাড়া হওয়ার পর কলিঙ্গ সুপার কাপের ভালো ফলাফল করতে বদ্ধপরিকর ছিল মুম্বাই‌। কিন্তু সেখানেও মিলেছে একরাশ হতাশা। শুরুটা যথেষ্ট ভালো হলেও ছিটকে যেতে হয়েছে পরবর্তীতে। এই সমস্ত কিছু কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বাই। সেইমতো দলের মধ্যে আমূল বদল আনতে চলেছে ম্যানেজমেন্ট। গত সোমবার দলের দুই হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে বিদায় জানিয়েছিল এই ক্লাব।

Advertisements

কিন্তু সেখানেই শেষ নয়। এবার দলের আরো চার ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইএসএল জয়ী এই ক্লাব। যাদের মধ্যে রয়েছেন বাঙালি ফুটবলার প্রবীর দাস থেকে শুরু করে হিতেশ শর্মা, গোলরক্ষক বিশাল জন এবং ড্যানিয়েল লালহিম্পুইয়া। মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়ে দেয় এই ফুটবল ক্লাব।