বেতন কমাতে অনিচ্ছুক আইএসএলের এই ক্লাবের ফুটবলাররা

আগের মরসুমটা আশানুরূপ থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর…

Mumbai City FC Retains Tiri, Toral, Ortiz for 2025-26 ISL Season

আগের মরসুমটা আশানুরূপ থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। যেটা নিঃসন্দেহে ব্যাপক হতাশ করেছিল সকলকে। তারপর দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় ছিল না বেশি ম্যাচ। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির দলকে। যার প্রভাব এসেছিল লিগ টেবিলে। তবে পরবর্তীতে ওডিশা এফসির মতো শক্তিশালী দলকে পিছনে ঠেলে নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির।

Advertisements

আরও পড়ুন: পরাজিত লেভান্তে, রিয়ালের হয়ে প্রথম জয় আরবেলোয়ার

   

যেখানে আটকে যেতে হয়েছিল বিরাট বড় ব্যবধানে।তারপর সেবার কলিঙ্গ সুপার কাপে ও বজায় ছিল সেই হতাশাজনক পারফরম্যান্স। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। এমনকি এবার ট্রফি জয়ের মধ্য দিয়ে মরসুম শুরুর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেললে ও নক আউট থেকেই ছিটকে গিয়েছিল দল। মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল মুম্বাই সিটি। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এবার আসন্ন প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য এই শক্তিশালী দলের।

আরও পড়ুন: আইএসএল শুরুর আগে ক্লাবগুলোকে এই কারণে কড়া সতর্কবার্তা দিল FIFPRO

কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে এবার হয়তো দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে সিটি গ্ৰুপ। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে গত কয়েক সপ্তাহ আগে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে ম্যানেজমেন্টকে। এই পরিস্থিতিতে নিজেদের ক্ষতির পরিমাণ কমাতে জন টোরাল থেকে শুরু করে তিরির মতো দাপুটে ফুটবলারদের আগেই বিদায় জানিয়েছে মুম্বাই শিবির। শোনা যাচ্ছে, সময়ের সাথেই আরও দীর্ঘ হতে পারে এই তালিকা। এমন পরিস্থিতি দলের খেলোয়াড়দের বেতন কমানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেইমতো নাকি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ও করার কথা ছিল দলের।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্যাচে শুরুতেই উত্তেজনা, সূর্যকে অনুসরণ আয়ুষের!

তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী নিজেদের বেতন কমাতে আগ্ৰহী নন দলের ফুটবলাররা। এক্ষেত্রে নাকি দলের অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতের সঙ্গেই সহমত পোষণ করেছেন অধিকাংশ ফুটবলাররা। এই পরিস্থিতিতে আদৌও কি সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট, সেদিকেই নজর থাকবে সকলের।

Advertisements