তিরিকে বিদায় জানিয়ে দিল মুম্বাই ব্রিগেড

mumbai-city-fc-part-ways-with-tiri

জল্পনার অবসান ঘটে গেল আজ। জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়োকে (Mumbai City FC)রিলিজ করে দিল রনবীর কাপুরদের মুম্বাই সিটি ফুটবল ক্লাব। ফুটবল মহলে তিরি নামেই অধিক পরিচিত এই ফুটবলার। আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট।

তাঁর ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘ মুম্বাই সিটি নিশ্চিত করছে যে ক্লাব এবং স্প্যানিশ সেন্টার-ব্যাক তিরি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে গেছেন। মাঠের ভেতরে ও বাইরে একজন সত্যিকারের পেশাদার হিসেবে, ক্লাবের সাথে তিরির যাত্রা দৃঢ়তা, নেতৃত্ব এবং অবিস্মরণীয় মুহূর্ত দ্বারা চিহ্নিত হয়েছে।’

   

মুস্তাফিজুর ইস্যুতে IPL নিষিদ্ধ করে ভারতকে বার্তা বাংলাদেশের!

আরও লেখা হয়েছে, ‘ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মহাদেশীয় পর্যায়ে লড়াই করা থেকে শুরু করে ২০২৩/২৪ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ কাপ জেতা পর্যন্ত, তাঁর অবদান আমাদের ইতিহাসে সর্বদা একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। ধন্যবাদ, তিরি, গর্বের সাথে এই জার্সি পরার জন্য এবং আমচি সিটির জন্য সবকিছু উজাড় করে দেওয়ার জন্য।

আমরা আপনার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’ তাঁর দল ছাড়া নিঃসন্দেহে হতাশ করেছে সকল সমর্থকদের। বেশ কয়েক সপ্তাহ আগেই ভারতীয় ক্লাব ফুটবলের পাশাপাশি এবারের আইএসএলের অনিশ্চয়তার কথা উল্লেখ করে যথেষ্ট হতাশা প্রকাশ করেছিলেন এই তারকা।

তখন থেকেই মনে করা হচ্ছিল যে এবার হয়তো আইএসএল জয়ী এই দলে থাকবেন না তিরি। সেটাই চূড়ান্ত হয়ে গেল আজ। বলাবাহুল্য, গত সিজনটা খুব একটা ভালো যায়নি মুম্বাই সিটি এফসির। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে।

পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ী এই দলকে। যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি।

দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাণিজ্য নগরীর এই দল। যদিও বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়ে সেবার ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। এই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা।

সেইমতো গ্ৰুপ পর্বে দাপট থাকলেও পরবর্তীতে টুর্নামেন্টের সেমিতে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। এবার সেই ব্যর্থতা কাটিয়ে আগামী দিনে ভালো পারফরম্যান্স করতে চাইবে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন