আইজলের এই ফরোয়ার্ডকে চূড়ান্ত করার পথে মুম্বই

গত সিজনে অল্পের জন্য আইএসএলের শিল্ড হাতছাড়া হয়েছে মুম্বই সিটি এফসির (Mumbai City FC)। তাই এবারের এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়া হবে না এই ফুটবল ক্লাবের।…

Lalrinzuala Lalbiaknia

গত সিজনে অল্পের জন্য আইএসএলের শিল্ড হাতছাড়া হয়েছে মুম্বই সিটি এফসির (Mumbai City FC)। তাই এবারের এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়া হবে না এই ফুটবল ক্লাবের। যা নিঃসন্দেহে হতাশাজনক সকলের কাছে। এই কারনে নতুন মরশুমের কথা মাথায় রেখে আরো শক্তিশালী দল গঠনে মরিয়া সিটি গ্ৰুপ।

নিজেদের দলের কিরগঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির উপরেই আস্থা রেখেই নয়া আইএসএল মরশুম শুরু করার লক্ষ্য এই ফুটবল ক্লাবের। কোচের নির্দেশ মেনেই এবার নতুন করে দলকে ঢেলে সাজাচ্ছে এই শক্তিশালী ক্লাব। তাই পেরেইরা দিয়াজ থেকে শুরু করে অধিনায়ক রাহুল ভেকের পাশাপাশি আরও একাধিক ফুটবলারদের রিলিজ করে দেওয়া হয় সিজন শেষে।

   

তার বদলে নয়া বিদেশি আনতে মরিয়া ক্লাব। বিশেষ করে সিটি গ্ৰুপের অধিনস্ত অন্যান্য ফুটবল ক্লাব গুলি থেকে খেলোয়াড় আনার কাজ শুরু করে দিয়েছে মুম্বাই ম্যানেজমেন্ট। পাশাপাশি তরুণ প্রতিভাবানদের দিকে ও নজর রয়েছে রনবীর কাপুরের এই ফুটবল ক্লাবের। ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। যাদের মধ্যে এবার উঠে আসতে শুরু করেছে লালরিনজুয়ালা  লালবিয়াকনিয়ার নাম। গত ফুটবল মরশুমে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ভারতীয় ফরোয়ার্ডের।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সুনীল ছেত্রীর রেকর্ড ও ভেঙেছেন তিনি। সেজন্য, মরশুমের শেষ থেকেই এই ফুটবলারকে দলে টানতে ঝাঁপিয়েছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। যাদের মধ্যে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দল। বর্তমানে যা খবর অন্যান্য দল গুলিকে টেক্কা দিয়ে লালবিয়াকনিয়াকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটা এগিয়ে নিয়ে গেছে ম্যানেজমেন্ট। এবার শুধু সাইন করানোর অপেক্ষা।