পাঞ্জাবের এই তরুণ ফরোয়ার্ডকে দলে টানল নামধারী এফসির

আগের সিজনে আশানুরূপ পারফরম্যান্স ছিল না মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে…

Mumbai City FC Loans Young Forward Seilenthang Lotjem to Namdhari FC for 2025-26 Season

আগের সিজনে আশানুরূপ পারফরম্যান্স ছিল না মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল এই শক্তিশালী ফুটবল ক্লাব। পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ঐতিহ্যবাহী করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। একের পর এক ম্যাচে পরাজিত হতে শুরু করেছিল মুম্বাই‌ সিটি। যারফলে অনেকটাই পিছিয়ে পড়েছিল রনবীর কাপুরের ক্লাব।কিন্তু সহজে হার মানতে রাজি ছিল না দলের ফুটবলাররা। সেটা ব্যাপকভাবে বোঝা গিয়েছিল দ্বিতীয় লেগে।

একের পর এক ম্যাচে সহজেই জয় তুলে নিতে শুরু করেছিল বানিজ্য নগরীর এই দল। তাই শেষ পর্যন্ত লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। কিন্তু সেই জয়ের যাত্রা বেশিদিন স্থায়ী ছিল না। বিশেষ করে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। বিরাট বড় ব্যবধানে এই পরাজয় কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারেনি দলের সমর্থকরা। পরবর্তীতে সুপার কাপে ভালো পারফরম্যান্স করে সকলের মুখে হাসি ফোটানর লক্ষ্য থাকলেও সেখানেও জোর ধাক্কা খেয়েছিল এই ফুটবল দল।

   

তবে নয়া মরসুমে নিজেদের হারানো ছন্দ ফেরাতে বদ্ধপরিকর দেশের বানিজ্য নগরীর এই দল। সেইমতো অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল সিটি ম্যানেজমেন্ট। শেষ কয়েক মাসে দলের একাধিক ফুটবলারদের রিলিজ করে দেওয়া হয়েছে তাঁদের তরফে‌। পরিবর্তে দলে ফিরিয়ে আনা হচ্ছে একাধিক অভিজ্ঞ ফুটবলারদের। এছাড়াও রিজার্ভ বেঞ্চের বেশকিছু ফুটবলারদের লোন ডিলে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তার মধ্যেই এবার উঠে আসলো সিলেনথাং লটজেমের নাম। আপাতত একটি সিজনের জন্য তাঁকে লোন চুক্তিতে দলে টেনেছে নামধারী এফসি।

Advertisements

কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। গত মরসুমে দেশের এই শক্তিশালী ফুটবল দলের হয়ে নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি এই ফুটবলার। সেজন্য এবার তাঁকে আইলিগের ক্লাবে পাঠালো আইএসএল জয়ী এই ক্লাব।