হতাশাজনক পারফরম্যান্সের জের, ছাঁটাই হবেন ক্র্যাটকি ?

Petr Kratky

এবারের মরসুমের শুরু থেকে খুব একটা ছন্দে ছিল না মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল গতবারের আইএসএল জয়ীরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাবকে। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে টেক্কা দিয়ে আইএসএলের প্লে-অফ নিশ্চিত করেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা।

Advertisements

এক্ষেত্রে লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গতবারের আইএসএল জয়ীরা। তারপর আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে‌ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। আগের ম্যাচে তাঁদের বিপক্ষে জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিল মুম্বাই সিটি । কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল সেই ম্যাচ। পাঁচটি গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাবকে। তবে সেই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের।

সেইমতো যথেষ্ট চনমনে মেজাজে টুর্নামেন্ট শুরু করেছিল রনবীর কাপুরের এই ফুটবল দল। আসলে সিজনের শেষে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েই সমর্থকদের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্য ছিল ফুটবলারদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছে পরবর্তী রাউন্ডে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকল সমর্থকরা। গত বছর এই বিদেশি কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই এবার তাঁর তত্ত্বাবধানে বাড়তি প্রত্যাশা ছিল সকলের। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। এবার খালি হাতেই শেষ করতে হয়েছে ফুটবল সিজন।

Advertisements

এমন‌ পরিস্থিতিতে এবার এই বিদেশি কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সিটি ম্যানেজমেন্ট। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ফুটবল সিজনে আর হয়তো তাঁকে দলের দায়িত্বে রাখবে না মুম্বাই সিটি এফসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে কিরঘিজস্তানের এই ফুটবল ম্যানেজারের। তবে সেই চুক্তি ভেঙে এবার নয়া কোচ আনার পথে মুম্বাই।