মুম্বইয়ের স্কোয়াডে ফিরতে চলেছেন মানজোরো, বাদ পড়বেন তিরি?

Jeremy Manzorro
Jeremy Manzorro

আগের সিজনে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হলেও এবার সেই ছন্দে ছিল না মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন।সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ীদের। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল দল।

Also Read |  আইএফএফ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে শরণ নিচ্ছে ইন্টারকাশি

   

লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গতবারের আইএসএল জয়ীরা। তারপর আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে‌ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। গত ম্যাচে তাঁদের বিপক্ষেরষ জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিলেন লালিয়ানজুয়ালা ছাংতেরা। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হতে হয় সেই ম্যাচ। পাঁচটি গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব।

Also Read |  সুপার কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল হায়দরাবাদ এফসি

সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে এই হতাশা ভুলে আসন্ন কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। বিগত কয়েকদিন ধরে সেই মতো অনুশীলন করছে গোটা দল। সিজনের শেষে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েই সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে চান দলের ফুটবলাররা। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২৪শে এপ্রিল ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে নামবে মুম্বাই। কিন্তু তারকা ফুটবলারদের নিয়ে থেকে যাচ্ছে অনিশ্চয়তা।

এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর দলের ফিরতে পারেন ফরাসি তারকা জেরেমি মানজোরো। হিসাব অনুযায়ী দেখলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের মোট নয়টি ম্যাচ খেলেছেন এই তারকা মিডফিল্ডার। পরবর্তীতে একাধিক সমস্যা দেখা দিলেও এবার সুপার কাপেই প্রথম একাদশে নিজেকে নিশ্চিত করতে পারেন তিনি। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থাকতে হতে পারে তিরির মতো তারকা ফুটবলারকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন