Mumbai City FC: মুম্বাই ছাড়তে পারেন সিরিয়ার এই ফুটবলার, কোথায় যাবেন?

যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আসলে শিল্ডের বদলা আইএসএল ট্রফির ফাইনালে নিয়েছে রাহুল ব্রিগেড। আবারো আইএসএল চ্যাম্পিয়ন…

Syrian Footballer Thaer Krouma

যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আসলে শিল্ডের বদলা আইএসএল ট্রফির ফাইনালে নিয়েছে রাহুল ব্রিগেড। আবারো আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই। বছর কয়েক আগেও ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে এটিকে মোহনবাগান দলকে পরাজিত করে ট্রফি জিতেছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। এবার ও বজায় থাকল সেই একই ট্রেন্ড। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এই সিজনে ক্লাব ফুটবলের ক্ষেত্রে অধিকাংশ সময় বাংলার দল গুলির দাপট থাকলেও শেষ পর্যন্ত আইএসএল ছিনিয়ে নিয়েছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা। যারফলে, আগামী মরশুমে ফের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে মুম্বাই সিটি।

সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রয় কৃষ্ণা থেকে শুরু করে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। আসলে, নতুন সিজনে আরো শক্তিশালী দল তৈরি করে সকলকে চমকে দিতে চাইছে এবারের আইএসএল জয়ীরা‌। সেক্ষেত্রে দলের কোচ পেট্রো ক্র্যাটকির কথা মেনেই খেলোয়াড় চূড়ান্ত করতে চাইছে ম্যানেজমেন্ট।

   

তবে সেক্ষেত্রে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানাতে চলেছে এই ফুটবল ক্লাব। জানা গিয়েছে, আগামী মরশুমে আর হয়ত দলে থাকা হবে না জর্জ পেরেইরা দিয়াজের পাশাপাশি তিরির মতো ফুটবলারদের। তার বদলে বেশকিছু হেভিওয়েট ফুটবলারদের দলে নিতে চাইছে এই ক্লাব।

এবার সেই তালিকায় উঠে আসল থায়ের ক্রোমার নাম। চলতি বছরের শুরুতে সিরিয়ার এই সেন্টার ব্যাককে দলে এনেছিল মুম্বাই সিটি এফসি। এই আইএসএল টুর্নামেন্টে একাধিকবার দলকে সাক্ষাৎ পতন থেকে আটকে দিয়েছেন ক্রোমা। পাশাপাশি একটি অ্যাসিস্ট ও রয়েছে তার ঝুলিতে‌। এমনকি প্লে-অফে ও যথেষ্ট সক্রিয় থেকেছেন এই ডিফেন্ডার‌।

হিসেব অনুযায়ী, এই মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মুম্বাই দলের। সম্ভবত তার সঙ্গে আর চুক্তি বাড়াতে আগ্ৰহী নয় দল। যারফলে, নতুন সিজনের জন্য অন্যত্র যোগদান করার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এই তারকার। সেক্ষেত্রে তাকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নর্থইস্ট ইউনাইটেড।