Mumbai City FC: এই ভারতীয় মিডফিল্ডারের দিকে নজর মুম্বাইয়ের

শেষ মরশুমে মোহনবাগান দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি‌ (Mumbai City FC)। তারপর থেকেই দলকে নতুন করে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে…

Vibin Mohanan

শেষ মরশুমে মোহনবাগান দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি‌ (Mumbai City FC)। তারপর থেকেই দলকে নতুন করে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে এই ফুটবল ক্লাব। দলের কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির উপরেই ভরসা রেখেই নতুন মরশুমের জন্য ঘর সাজাতে শুরু করেছে মুম্বাই।

সেজন্য, একের পর এক দাপুটে ফুটবলারদের বিদায় জানাতে শুরু করে এই ক্লাব। দিয়াজ থেকে শুরু করে ভোজটাস হোক কিংবা ভ্যাননিফ। প্রথমেই এই ফুটবলারদের বিদায় জানায় ক্লাব। এমনকি দল থেকে বাদ দেওয়া হয় অধিনায়ক রাহুল ভেকে সহ মহম্মদ নাওয়াজ ও গুরকিয়ত সিংয়ের মতো ফুটবলারদের।

   

ভারতীয় স্কোয়াডকে শক্তিশালী করতে পরবর্তীতে একের পর এক দাপুটে ফুটবলারদেরও চূড়ান্ত করে ফেলে ম্যানেজমেন্ট। এবার তাদের নজর গিয়ে পড়েছে ভারতীয় মিডফিল্ডার ভিবিন মোহাননের দিকে। বিগত কয়েক মরশুম ধরে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছে এই ফুটবলারকে। ডুরান্ড কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও একাধিক ফুটবল ম্যাচ খেলেছেন বছর একুশের এই তরুণ ফুটবলার। এমনকি দলের হয়ে গোল কন্ট্রিবিউশন ও থেকেছে এই মিডফিল্ডারের। হিসেব অনুযায়ী গত মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই তার দিকে নজর পড়েছে টুর্নামেন্টের বেশ কিছু দলের।

তাকে নেওয়ার ক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। বিগত কয়েক সপ্তাহ ধরেই তার দিকে নজর ছিল সিটি ম্যানেজমেন্টের। পরবর্তীতে তার সাথে কথাবার্তা এগোতে থাকে মুম্বাই। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে এই ভারতীয় ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার পরিকল্পনা রয়েছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের।