গত বছর মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। আগের মতো কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই অন্যরকম। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল বাগানের কাছে। তারপর ও আসেনি জয়। দ্বিতীয় ম্যাচে পরাজিত হতে হয় জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড।
একাধিক ফুটবল ক্লাবের কাছে ধাক্কা খেতে হয় দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাবকে। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে সময়ের সাথে দল জয়ের সরণিতে ফিরলেও এখনও পর্যন্ত সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করতে পারেনি লালিয়ানজুয়ালা ছাংতেদের ফুটবল ক্লাব। শনিবার বিকেলে এবারের লিগ শিল্ড জয়ী দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লীগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মুম্বাই সিটি। এই ম্যাচে জয় আসলে নকআউট নিশ্চিত জন টোরালদের। এখন সেটাই অন্যতম লক্ষ্য সকলের।
Also Read | পাঞ্জাবের এই ফুটবলারের দিকে নজর মুম্বাই সিটি এফসির
তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে রনবীর কাপুরের এই ফুটবল দল। বিশেষ সূত্র মারফত খবর, আগত সিজনের জন্য বেশকিছু বিদেশি ফুটবলারদের পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে সিটি ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নাকি বিশেষ নজর রয়েছে হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার আন্দ্রেই আলবার দিকে। চলতি আইএসএলে সামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির হয়ে এখন ও পর্যন্ত প্রায় ১৮ টি ম্যাচ খেলে ফেলেছেন ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তারমধ্যে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট ও রয়েছে আলবার। সবদিক মাথায় রেখেই নাকি তাঁকে দলে চাইছে ম্যানেজমেন্ট।
হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত নিজামের শহরের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন আলবা। এরপরেই নাকি তাঁকে দলে টানতে চাইছে আইএসএল জয়ীরা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।