নতুন সিজনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গতবার অল্পের জন্য টুর্নামেন্টের লিগশিল্ড হাতছাড়া হলেও আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকলকে। কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার ফলে আসন্ন সিজনে আন্তর্জাতিক কোনো ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হবে না রনবীর কাপুরের এই ফুটবল ক্লাবের। যা প্রবলভাবে হতাশ করেছে সিটি ম্যানেজমেন্ট। তাই এবার দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের। এরজন্য নিজেদের একাধিক ফুটবলারদের রিলিজ করেছে ক্লাব।
তার বদলে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দিকে নজর রয়েছে সিটি গ্ৰুপের। এক্ষেত্রে এবার প্রবলভাবে উঠে আসতে শুরু করেছে এক স্প্যানিশ ফুটবলারের নাম। তিনি জন তোরাল। বর্তমানে গ্ৰীসের ফুটবল ক্লাব ওএফআই ক্রিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর ঊনত্রিশের এই ফুটবলার। এই ফুটবল ক্লাবের জার্সিতে এখনো পর্যন্ত মোট ১৯টি ম্যাচ খেলে ফেলেছেন এই ফুটবলার।
যেক্ষেত্রে দুইটি গোল কন্ট্রিবিউশন থেকেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। হিসেব অনুযায়ী চলতি জুন মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই ফুটবল ক্লাবের। এরপরেই তাকে ভারতে আনতে চাইছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
একটা সময় স্পেনের যুব দল থেকে উঠে এসেছিলেন তোরাল। পরবর্তীতে খেলেছেন বার্সেলোনা থেকে শুরু করে আর্সেনালের যুব দলে। এছাড়াও গ্ৰানাদা এবং রেঞ্জার্সের মতো ক্লাবে ও খেলার অভিজ্ঞতা থেকেছে এই ফুটবলারের। তাছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে উইং থেকে ও খেলতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। যতদূর খবর, তাকেই এবার নিশ্চিত করার পথে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।