ATK Mohun Bagan: বাগানের নজরে থাকা এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল

Vikram Partap Singh

ইদানিং শোনা যাচ্ছিলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan), দলে নেওয়ার ব‍্যাপারে ভীষণ আগ্রহী মুম্বাই সিটি এফসির আক্রমণ ভাগের ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে।

বর্তমানে এটিকে মোহনবাগানের প্রয়োজন মনবীর সিংয়ের একজন ব্যাক আপ ফুটবলার।তার মধ্যে ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিলো সবুজ মেরুন ম‍্যানেজমেন্ট লোনে ফুটবলার আনার চেষ্টা করছে মুম্বাই সিটি এফসি থেকে।এই খবর চাউড় হতেই ক্লাবের সমর্থকরা চাইছিলেন যদি সত্যি মুম্বাই সিটি এফসি থেকে ফুটবলার আনা হয়, তাহলে তিনি হোক বিক্রম ।

   

রাইট উইংয়ে কার্যকর ফুটবল খেলার পাশাপাশি বিক্রম প্রতাপ সিংয়ের গোল করার ক্ষমতা দুর্দান্ত।বর্তমানে মুম্বাই সিটি এফসিতে ছাঙতে এবং বিপিন দারুণ পারফরম্যান্স দিচ্ছে উইংয়ে।এর ফলে বিক্রম প্রতাপ সিংয়ের এই দলে জায়গা পাওয়াটা ভীষণ মুস্কিল হয়ে দাড়িয়েছিলো।তাই একাংশের ফুটবল ভক্তরা এখবর কে সত‍্যিই হিসেবে মেনে চলছিলেন।

কিন্তু শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী বিক্রম প্রতাপ সিংকে কোনও ভাবে ছাড়ার পরিকল্পনা নেই মুম্বাই সিটি এফসির।তাই তাকে আপাতত বছর তিনেকের জন্যে চুক্তি বাড়িয়ে নিলো তার বর্তমান।বিক্রম কে না পাওয়ায় এটিকে মোহনবাগান এবার কোন ফুটবলারকে দলে নেন এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন