Mumbai City FC: এই স্প্যানিশ তারকাকে সামনে রেখেই কাপ জয়ের স্বপ্ন দেখছে মুম্বই

Alberto Noguera

গত ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স ছিল রণবীর কাপুরের মুম্বই সিটি এফসির (Mumbai City FC)। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ দলকে পরাজিত করে টুর্নামেন্টের শীর্ষস্থান ধরে রেখেছিল লাচেনপা’রা। তবে পরবর্তীতে আইএসএল সেমিফাইনালে ছিটকে যেতে হয়েছিল তাদের। পরাজিত হতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে সর্বাধিক পয়েন্ট থাকার দরুণ লিগশিল্ড উঠেছিল তাদের হাতেই।

পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ও সুযোগ চলে আসে তাদের হাতে। কিন্তু সেই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারেনি দল। পরাজিত হতে হয়েছে একের পর এক ম্যাচ। তবে সীমিত শক্তি নিয়ে দলের ফুটবলারদের লড়াই যথেষ্ট প্রশংসা কুড়িয়ে ছিল সকলের।

   

তবে এবারের এই ফুটবল মরশুমের শুরুটা খুব একটা আহামরি থাকেনি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। ডুরান্ড কাপে মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে বিতর্কিত ভাবে পরাজয়ের পর ইন্ডিয়ান সুপার লিগে শুরু থেকেই সক্রিয়তা বজায় রাখার পরিকল্পনা ছিল আইসল্যান্ডারদের। সেইমতো জয় আসতে থাকলেও বেশকিছু ম্যাচে আটকে ও যেতে হয়েছে তাদের। টুর্নামেন্টের প্রথম লেগের শেষে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি। নিজেদের পুরোনো ছন্দে ফেরাই এখন একমাত্র লক্ষ্য তাদের সকলের। তবে তার আগে এবারের কলিঙ্গ সুপার কাপে নিজেদের মেলে ধরতে মরিয়া দল।

সেই মর্মেই নিজেদের দল সাজিয়েছেন এই দলের নতুন কোচ পেট্রো ক্র্যাটকি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ব্রিগেডে ও চমক রেখেছে মুম্বাই। তবে এবারের এই ফুটবল টুর্নামেন্ট স্প্যানিশ তারকা আলবার্তো নগুয়েরার উপরেই বাড়তি ভরসা রাখছে ম্যানেজমেন্ট। বলতে এবারের এই টুর্নামেন্টে মুম্বাই দলের মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এই তারকা।

সব দিক মাথায় রেখেই আজ গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে দল সাজিয়েছিল মুম্বাই সিটি। যেখানে ছিলেন এই দাপুটে ফুটবলার। তবে কোনো গোল না পেলেও ম্যাচের পরবর্তীতে তার সক্রিয়তা যথেষ্ট অ্যাডভান্টেজ দিয়েছে দলকে। যার দরুন আজ আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালাকে ২-১ গোলে পরাজিত করেছে আইএসএলের এই ফুটবল দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন