Mumbai City FC: অনবদ্য বিক্রম প্রতাপ, পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

আগের আইএসএল (ISL) সিজনের পর এই মরশুমে ও অনবদ্য ছন্দে রয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক…

Mumbai City FC

আগের আইএসএল (ISL) সিজনের পর এই মরশুমে ও অনবদ্য ছন্দে রয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক শক্তিশালী ফুটবল দলকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকেই নিজেদের ধরে রেখেছিল গতবারের লিগশিল্ড জয়ীরা। কিন্তু মাঝে বেশ কয়েকটি ম্যাচে হোঁচট খেতে হয়েছিল পেট্রো ক্রাটকির ছেলেদের।

Advertisements

তবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু হতেই ফের নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসে মুম্বাই সিটি এফসি। গত ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফল থাকলেও সেই ম্যাচ নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। মঙ্গলবার তারা খেলতে নেমেছিল হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।‌

   

নির্ধারিত সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। মুম্বাই দলের জার্সিতে হ্যাট্রিক করেন ভারতীয় তারকা বিক্রম প্রতাপ সিং। একটি গোল করেন ইয়োয়েল ভ্যান নিফ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে একটি মাত্র গোল করেন জিথিন। কিন্তু ম্যাচে ফিরে আসার জন্য সেটি যথেষ্ট ছিল না।

আসলে, ম্যাচের শুরু থেকেই অনবদ্য ছন্দে ছিল মুম্বাই সিটি। প্রথম থেকেই নর্থইস্টের রক্ষনভাগে যেভাবে আক্রমণ শানাতে শুরু করেছিল পেট্রো ক্র্যাটকির ছেলেরা তাতে বেশিক্ষণ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ম্যাচের ঠিক তিন মিনিটের মাথায় প্রথম গোল করেন বিক্রম প্রতাপ সিং।‌ তারপর ঠিক মিনিট ছয়েক বাদে ফের গোলের মুখ খোলেন এই ভারতীয় ফুটবলার।

তবে সেখানেই শেষ নয়।‌ প্রথমার্ধের শেষে পেনাল্টি আদায় করে সেখান থেকে ফের ব্যবধান বাড়িয়ে নেয় আকাশরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের তরফ থেকে ব্যবধান কমানো হলেও তা মোটেও যথেষ্ট ছিল না। বর্তমানে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা।