Petr Kratky: লালহিমপুইয়া প্রসঙ্গে কী বললেন মুম্বাই কোচ? জানুন

মুম্বই: আইএসএলের নতুন মরশুমের জন্য অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল রনবীর কাপুরের…

Petr Kratky Shares Thoughts on Daniel Lalhlimpuia

মুম্বই: আইএসএলের নতুন মরশুমের জন্য অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। ফাইনালে তারা পরাজিত করেছিল মোহনবাগান দলকে। কিন্তু নতুন সিজনে কোচ পেট্র ক্র্যাটকির (Petr Kratky) নির্দেশে আমূল বদল আসতে চলেছে স্কোয়াডে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশীয় ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট।

যার মধ্যে আজ ঘোষণা করা হয়েছে ড্যানিয়েল লালহলিমপুইয়ার (Daniel Lalhlimpuia) নাম। একটি বছরের চুক্তিতে তাকে দলের নিয়েছে মুম্বাই। চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন এই মিজো ফুটবলার।পরবর্তীতে আসেন এআইএফএফ ফুটবল অ্যাকাডেমিতে। সময় এগোনোর সাথে সাথেই যথেষ্ট উর্ধ্বমুখী হতে থাকে তাঁর ক্যারিয়ার গ্ৰাফ। তিনি সুযোগ পান বেঙ্গালুরু এফসিতে। তারপর ২০১৬-২০১৭ মরশুমে চলে আসেন চেন্নাইয়িন এফসিতে।

   

পরবর্তীতে তিনি খেলেছেন দিল্লি ডায়নামোজ থেকে শুরু করে ওডিশা এফসি ও পাঞ্জাব এফসির মতো ফুটবল ক্লাবে। এবার তাকে দলে নিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। বলতে গেলে নতুন মরশুমে তরুণ ফুটবলারদের সামনে রেখেই ঘর সাজাচ্ছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা আগামী দিনে বড়সড়ো পাওনা হতে পারে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে।

এই ফুটবলারের যোগদানের প্রসঙ্গে এবার মুখ খুললেন দলের হেড কোচ পেট্র ক্র্যাটকি। তিনি বলেন, ‘ড্যানিয়েল একজন প্রতিভান ফুটবলার। আমাদের খেলার পদ্ধতির সঙ্গে সসে যথেষ্ট মানানসই। এবং কঠোর পরিশ্রমী। আমরা বিশ্বাস করি সে আমাদের স্কোয়াডে একটি দুরন্ত সংযোজন হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য অর্জনে নিজের অবদান রাখবে। ড্যানিয়েলকে ক্লাবে স্বাগত জানাই। তার সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

বলাবাহুল্য, আগের মরশুমে অনবদ্য পারফরমেন্স থাকলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল লিগশিল্ড। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেই খেতাব আবার জয় করাই অন্যতম লক্ষ্য মুম্বাইয়ের।