বেঙ্গালুরুর কাছে আটকে গিয়ে কী বললেন ক্র্যাটকি? জানুন

শেষ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এবার শুরুটা খুব সুখকর ছিলনা মুম্বাই সিটি এফসির ( Mumbai City FC)। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে অমীমাংসিত ফলাফলে…

Mumbai City FC Coach Petr Kratky

শেষ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এবার শুরুটা খুব সুখকর ছিলনা মুম্বাই সিটি এফসির ( Mumbai City FC)। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে অমীমাংসিত ফলাফলে শেষ করতে হয়েছিল ম্যাচ। তারপর দ্বিতীয় ম্যাচে জোড় ধাক্কা খেতে হয় জামশেদপুর এফসির কাছে। যা চমকে দিয়েছিল সকলকে। তারপর জয় পাওয়ার লক্ষ্যে গত বুধবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল পেট্র ক্র্যাটকির (Petr Kratky) ছেলেরা। তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

জেরার্ড জারাগোজার এই দলকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। এদিন যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বেঙ্গালুরু দলকে‌। বেশ কয়েকবার গোলের সুযোগ ও তৈরি করেছিলেন ফুটবলাররা। কিন্তু গোলের মুখ খুলতে গিয়ে বারংবার আটকে যেতে হয়েছে এডগার মেন্ডেজদের। পরবর্তীতে জর্জ পেরেইরা দিয়াজকে গোলের জন্য মাঠে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

   

অপরদিকে সময় যত এগিয়েছে ততই আক্রমণের ধার বাড়াতে শুরু করেছিলেন নিকোলাওস কারেলিসরা। কিন্তু যথাযথ ফিনিশ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জন তোরাল এবং ক্রোমারা আসলেও গোলের দেখা মেলেনি। যারফলে ঘরের মাঠে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল মুম্বাই সিটিকে। তবুও দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী মুম্বাই কোচ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” এটি আমাদের নতুন দল, পাশাপাশি নতুন সিজন। এবারের মরসুম যথেষ্ট অন্যরকম হতে চলেছে। আমাদের কোথাও একটা শুরু করতে হবে। তবে আমাদের দলের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং প্রতিদিন আরও ভাল করতে হবে।”

পাশাপাশি বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি‌ বলেন, ” বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো দল। তাঁদের চারটি ক্লিনশীট রয়েছে। আজকের খেলায় তাঁদের যথেষ্ট ভালো কৌশল ছিল। বেঙ্গালুরু এফসির প্রেস খুব ভালো। আমরা ফুটবল খেলতে চাই, কিন্তু আমরাও জিততে চাই, তাই আমাদের মাঝে মাঝে এই সমন্বয় বজায় রাখতে হবে। আমরাও প্রয়োজন মতো ব্যাক থেকে খেলতে চাই কিন্তু আমাদের বুঝতে হবে কখন এটা করতে হবে এবং কোন প্রতিপক্ষের বিরুদ্ধে। তাই এটা না করার সিদ্ধান্ত ছিল আমাদের। সেগুলো দ্রুত শুধরে নিতে হবে।”