আগের আইএসএল মরশুমে লোন ট্রান্সফারের মাধ্যমে মুম্বাই আসেন জয়েশ রানে (Jayesh Rane)। গোটা মরশুম জুড়ে খেলেছেন একাধিক ম্যাচ। দলের হয়ে গোল কন্ট্রিবিউশন ও থেকেছে এই ভারতীয় মিডফিল্ডারের। তাছাড়া মুম্বাই সিটির (Mumbai City FC) জার্সিতে ফাইনাল ম্যাচে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন জয়েশ।
স্বাভাবিকভাবেই তার সঙ্গে যে চুক্তি বাড়ানো হবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। ঠিক তেমনটাই হয়েছে এবার। গত কয়েকদিন আগেই এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। আসন্ন ফুটবল মরশুমে ও এই দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে।
যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এবার সেই প্রসঙ্গে দলের কোচ পেট্রো ক্র্যাটকি বলেন, জয়েশ ভারতীয় ফুটবল দলের অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। তাছাড়া সে একজন মুম্বাই নিবাসী। স্বাভাবিকভাবেই তিনি ক্লাবের মূল্য বোঝেন। নিজের সেরাটা দেওয়ার জন্যই দলের জার্সি পড়েন। গত মরশুমেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবং গোটা মাঠ জুড়ে নিজের সক্রিয়তা দেখিয়েছেন। আগামী মরশুমে ও তিনি দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আমি আশাবাদী জয়েশ আমাদের স্কোয়াডে যথেষ্ট ভরসাযোগ্য হয়ে উঠবেন। আমরা আবার ও তাকে নিজের শহরের ক্লাবের হয়ে খেলার সুযোগ দিয়েছি।
উল্লেখ্য, গত সিজনে মুম্বাইয়ের অনবদ্য পারফরম্যান্স থাকলেও অল্পের জন্য হাতছাড়া হয় শিল্ড। তবে নতুন সিজনে সেই হারানো পদক ফেরাতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। সেজন্য এবার ঢেলে সাজানো হচ্ছে গোটা স্কোয়াডকে।