ঘরের মাঠে আটকে গেল মুম্বই সিটি এফসি, হতাশ পেট্র ক্র্যাটকি

গত বছর মোহনবাগানকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। শিল্ড হাতছাড়া হলেও অনায়াসেই ট্রফি নিশ্চিত করেছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। সেই ধারা…

Image of Mumbai City FC Coach Petr Kratky, a man wearing a team tracksuit and cap, standing on a football field with a determined expression

গত বছর মোহনবাগানকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। শিল্ড হাতছাড়া হলেও অনায়াসেই ট্রফি নিশ্চিত করেছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। সেই ধারা বজায় রেখেই নয়া সিজন শুরু করার পরিকল্পনা ছিল আইএসএলের এই ফুটবল ক্লাবের। কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। একটা সময় দুই গোলে পিছিয়ে থাকলেও পরবর্তীতে গোল শোধ করে সমতায় ফিরেছিল জন টোরালরা। যারফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে।

তারপর দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলে ও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে। যা চমকে দিয়েছিল সকলকে। সেই ধারা বজায় থাকে তৃতীয় ম্যাচে। অমীমাংসিত ফলাফলে ফের আটকে যেতে হয় বেঙ্গালুরু এফসির কাছে। তারপর মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার বিপক্ষে সহজ জয় আসলেও গত রবিবার ফের ঘরের মাঠে আটকে যেতে হয় লালিয়ানজুয়ালা ছাংতেদের। এদিন মুম্বই এরিনায় সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি।

   

ম্যাচের প্রথম দিকেই গোল তুলে নিয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে গিয়েছিলেন তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা। যদিও সেই ব্যবধান বেশিক্ষণ বজায় থাকেনি। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারেই মুম্বইকে সমতায় ফেরান নিকোলাওস কারেলিস। সেই সুবাদে প্রথমার্ধের শেষে বজায় থাকে অমীমাংসিত ফলাফল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দলের কাছে গোলের সুযোগ থাকলেও ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। যারফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে। ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করায় যথেষ্ট হতাশ মুম্বই কোচ পেট্র ক্র্যাটকি (Petr Kratky)।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ” আমি মনে করি আমরা খুবই খারাপভাবে এই ম্যাচ শুরু করেছি। সত্যি কথা বলতে প্রথম ২০ মিনিট, অনেক ভুল ছিল। স্পষ্টতই, আমরা তাঁদের একজনের কাছ থেকে গোল পেয়েছি, কিন্তু পরিকল্পনা মাফিক ফুটবল তেমন ছিল না। আমাদের এদিকে নজর দিতে হবে । তবে আমরা গোল পাওয়ার সাথে সাথেই খেলায় প্রভাব বিস্তার করতে শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা আরও সক্রিয় হয়ে উঠেছি। আমরা গোল করার সুযোগ তৈরি করেছি। কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি খুশি।” মুম্বই কোচ আরও বলেন, ” আমরা এই ম্যাচটা জিততে চেয়েছিলাম। আগামীতে আমাদের আরও উন্নতি করতে হবে। পরবর্তী ম্যাচ গুলিতে পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে ।”