এক ঝাঁক ফুটবলারদের বিদায় জানাল মুম্বই সিটি এফসি, জানুন

শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে এবারের আইএসএল জয় করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গতবারের মতো এবছর ও টুর্নামেন্টের শিল্ড জয়ের হাতছানি থাকলেও…

Mumbai City FC Bids Farewell to Multiple Footballers: Get the Details

শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে এবারের আইএসএল জয় করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গতবারের মতো এবছর ও টুর্নামেন্টের শিল্ড জয়ের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। কলকাতা ময়দানের এই প্রধানের কাছে পরাজিত হয়েই খেতাব হাতছাড়া হয়েছিল তাদের।

কিন্তু অনায়াসেই যুবভারতীর বুকে সেই বদলা নিতে সক্ষম থাকে পেট্রো ক্র্যাটকির মুম্বাই। যারফলে, বিগত কয়েক মরশুম পর আবারো দেশের বানিজ্য নগরীতে এসেছে এই ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু নতুন মরশুমে ফের নতুন করে সেজে উঠতে চলেছে এই ফুটবল ক্লাব।‌

   

মুম্বাই সিটির ঘর ভেঙে আগেই অধিনায়ক রাহুল ভেকের পাশাপাশি জর্জ পেরেইরা দিয়াজ এবং তিরির মতো ফুটবলারদের দলে টেনেছে বেঙ্গালুরু। এই মরশুমটা খুবটা আরামদায়ক না থাকলেও নতুন সিজনে নিজেদের ছন্দ ফেরানোই এখন অন্যতম লক্ষ্য তাদের। অন্যদিকে, নিজেদের দলের একাধিক ফুটবলারদের ছেড়ে নতুন প্রতিভাবান ফুটবলারদের দলে টেনে চমক দেওয়ার লক্ষ্য মুম্বাই সিটির।

এছাড়াও দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করতে সিটি গ্ৰুপের অধিনস্ত ক্লাব গুলি থেকে ফুটবলার আনতে মরিয়া রনবীর কাপুরের এই শক্তিশালী ক্লাব। তার আগেই আজ নিজেদের দলের এক গুচ্ছ ফুটবলারদের সরকারিভাবে বিদায় জানাল দল।

যাদের মধ্যে রয়েছেন গুরকিরাত সিং থেকে শুরু করে মহম্মদ নওয়াজ, ভাস্কর রায়, রোলিন বর্জেস, টন্ডোম্বা সিং এবং নওচা সিংয়ের মতো ভারতীয় ফুটবলার। এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে রয়েছেন জ্যাকব ভোজটাস। উল্লেখ্য, নয়া ফুটবল সিজনে মুম্বাই সিটি এফসি ছেড়ে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিতে যোগদান করছেন মহম্মদ নওয়াজ।