Home Sports News Mohun Bagan SG: সবুজ-মেরুনের নজরে থাকা এই তারকাকে সই করানোর পথে মুম্বই

Mohun Bagan SG: সবুজ-মেরুনের নজরে থাকা এই তারকাকে সই করানোর পথে মুম্বই

Akash Mishra - Rising Indian Footballer

গত কয়েকমাস ধরেই ট্রান্সফার মার্কেটে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। জেসন কামিন্স থেকে শুরু করে একাধিক তারকা ফুটবলার কে প্রায় চূড়ান্ত করে চমক দেওয়ার পথে কলকাতার এই প্রধান। তবে এবার বাগান শিবিরের পথের কাঁটা হতে চলেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যতদূর শোনা যাচ্ছে, আগামী কয়েক মরশুমের কথা মাথায় রেখে বাগান দলের নজরে থাকা আকাশ মিশ্রা কে এবার সই করানোর পথে রনবীর কাপুরের এই ফুটবল দল।

Advertisements

মনে করা হচ্ছে, এবার রেকর্ড অর্থে তাকে দলে টানতে চলেছে গতবারের এই লিগ শিল্ড উইনার্সরা। তবে সেখানেই শেষ নয়। কথাবার্তা এতটাই এগিয়ে গিয়েছে যে তাদের দলের তারকা ফুটবলার ভিগনেশ দক্ষিণামূর্তির সাথে সোয়াইপ ডিল করতে ও রাজি হয়েছে আইএসএল জয়ী এই দল। যারফলে, আকাশ কে নেওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান সুপারজায়ান্টস। যতদূর শোনা যাচ্ছে, আকাশকে নিতে এখন নাকি আর বাড়তি উৎসাহ দেখাচ্ছেন না বাগান কর্তারা।

   

আসলে নিজের দলের পুরোনো ফুটবলার শুভাশিস বসু কে স্কোয়াডে রেখেই আকাশ কে টানতে চেয়েছিল মোহনবাগান। তবে এক্ষেত্রে আকাশ চূড়ান্ত হলে দল ছাড়তে পারেন শুভাশিস। যারফলে, তার দলে থাকা নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তাই এই পরিস্থিতিতে আকাশকে নেওয়ার দৌড়ে বেশকিছুটা পিছিয়ে গিয়েছে সবুজ-মেরুন। আসলে, নিজের দলের অভিজ্ঞ ফুটবলার কে ছেড়ে আকাশ কে নিতে নারাজ হুয়ান ফেরেন্দো। তাই এই সুযোগে অপারেশন চালিয়ে হায়দরাবাদ থেকে আকাশ কে সই করাতে মরিয়া মুম্বাই সিটি।

Advertisements