HomeSports Newsপ্রথম একাদশে একাধিক বদল লাল-হলুদের, কারা খেলছেন দুই প্রধানের?

প্রথম একাদশে একাধিক বদল লাল-হলুদের, কারা খেলছেন দুই প্রধানের?

- Advertisement -

আধঘন্টার অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে নজর রয়েছে বাংলা তথা গোটা দেশের ফুটবলপ্রেমীদের। একদিকে যেমন টানা চারটি ম্যাচ ধরাশায়ী হয়ে এবার জয়ের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল, অন্যদিকে মহামেডান ম্যাচের পর এই ডার্বি ম্যাচে ও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে মোহনবাগান।

সেই অনুযায়ী নিজেদের একাদশ সাজিয়েছে দুই পক্ষ। বলাবাহুল্য, গত জামশেদপুর ম্যাচের পর এবার নিজেদের প্রথম একাদশে বেশকিছু বদল এনেছে ইস্টবেঙ্গল। অপরদিকে নিজেদের পুরনো একাদশের উপরেই ভরসা রাখছেন বাগান কোচ জোসে মোলিনা‌। এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রধানের একাদশ।

   

এদিন লাল-হলুদ (ইস্টবেঙ্গল) দলের হয়ে তিন কাঠি সামাল দেবেন গোলরক্ষক প্রভসুখান সিং গিল। উল্লেখ্য, গত ম্যাচে দেবজিত মজুমদার দায়িত্ব পালন করলে ও ডার্বিতে প্রভসুখানের উপরেই ভরসা রাখলেন বিনো জর্জ। এছাড়াও দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে প্রভাত লাকরা, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি এবং মহম্মদ রাওকিপ। পূর্বে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন রাওকিপ। এবার তাঁকে নামিয়েই শুরু করছে ইস্টবেঙ্গল। পাশাপাশি মাঝমাঠে থাকছেন যথাক্রমে সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী।

আক্রমণ ভাগে থাকছেন নন্দকুমার সেকার, ক্লেটন সিলভা, মাদিহ তালাল। ফরোয়ার্ডে থাকছেন তরুণ তারকা ডেভিড লালহানসাঙ্গা। আপাতত রিজার্ভে থাকছেন দিমিত্রিওস ডায়মান্তাকস। অন্যদিকে আজ ও মোহনবাগানের তিন কাঠি সামাল দেবেন বিশাল কাইথ। পাশাপাশি রক্ষণভাগে থাকছেন অধিনায়ক শুভাশিস বসু, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ এবং আশিষ রাই। মাঝমাঠের দখলে থাকছেন লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং মনবীর সিং।

আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌ এবং অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। আপাতত রিজার্ভে থাকছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular