MS Dhoni: চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি

CSK Captain Post-MS Dhoni Era

রাত গড়ালেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। তার আগে চমক। দলের পক্ষ থেকে করা হল বড় ঘোষণা। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন ক্যাপ্টেন বেছে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

বৃহস্পতিবার বিকেলে চমক দিল চেন্নাই সুপার কিংস। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ক্লাব জানিয়ে দিয়েছেন, এমএস ধোনি আর থাকছেন না দলের অধিনায়ক। সুপার কিংসের অধিনায়ক করা হয়েছে তরুণ এক ভারতীয় ব্যাটারকে। তিনি রুতুরাজ গায়কোয়াড। এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

   

সীমিত ওভারের ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড অন্যতম উঠতি ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর খেলার ধরণ অনেকের মনে ধরেছে। সম্প্রতি খেলেছেন একদিনের ক্রিকেট ফরম্যাটে। চার ম্যাচে ২৬.৫০ গড়ে করেছেন ১০৬ রান। টি২০ ক্রিকেটে তাঁর গড় আরও একটু বেশি। ৩৮.১৭ গড়ে ১৭ ম্যাচে করেছেন ৪৫৮ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় রান ৪২.১৯। ২৮ ম্যাচে করেছেন ১ হাজার ৯৪১ রান।

 

কিছু দিন মহেন্দ্র সিং ধোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছিল। ধোনি নিজে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়। তবে তিনি যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন সেটা কেউই হয়তো আশা করেননি। রুতুরাজকে অধিনায়ক করার সিদ্ধান্তটিও বড় চমক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন