IPL: অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি

IPL: অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (CSK) ক্যাপ্টেন হিসেবে আর দেখা যাবে না মাহিকে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ধোনির পরিবর্তে চেন্নাইয়ের ব্যাটন এবার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাতে। 

ধোনি আর যে বেশিদিন ক্রিকেট খেলবেন না তা একপ্রকার নিশ্চিত। তবে তাঁর বদলে অধিনায়ক কে হবেন সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে। প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না-র মতে ধোনির পর সিএসকে-র অধিনায়ক হতে পারেন রবীন্দ্র জাদেজা, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা ও ডোয়েন ব্র্যাভোর মধ্যে কেউ একজন।

   

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেছিলেন, “রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা এবং ডোয়েন ব্র্যাভো দলকে নেতৃত্ব দিতে পারেন। ওরা যোগ্য। খেলাটা ভালো করে জানে এবং ধোনির উত্তরসূরি হতে পারবেন।” সিএসকে-র অধিনায়কত্ব নিয়ে এরআগেই মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার নিখিল চোপড়া। একটি পডকাস্টে যোগ দিয়ে তিনি সিএসকে-র পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁর পছন্দের কথা জানান। তাঁর মতে, ধোনি ২০২৩-এর আইপিএল খেলবেন না। সেক্ষেত্রে নতুন অধিনায়ক হতে পারেন জাদেজা।

IPL MS Dhoni
রবীন্দ্র জাদেজার হাতে দলের ব্যাটন তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

তাঁর কথায়, “এই কারণের জন্যই জাদেজাকে এত বড় মূল্যের বিনিময়ে ধরে রেখেছে। ধোনি পরের বছর না খেললে, জাদেজা হবেন নতুন অধিনায়ক।” ১৬ কোটি টাকা দিয়ে এবার জাদেজাকে ধরে রেখেছে সিএসকে। 

এবার আইপিএল-এর ধারাভাষ্য করবেন রায়না। সেই প্রসঙ্গে তিনি জানান, “আমি এটার জন্য প্রস্তুত। আমার কিছু বন্ধু ইরফান পাঠান, হরভজন সিং, পীযূষ চাওলা ধারাভাষ্য করছে। রবি ভাইকে এবার আমরা পাব। আমার মনে হয় এটা খুব সহজ হতে চলেছে আমি বন্ধুদের থেকে পরামর্শ নিতে পারি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন