MS Dhoni: ‘ধোনি ধোনি’… ভক্তদের কাছে তিনি অক্ষয় ‘অধিনায়ক’

বেশ কিছুদিন আগে টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখানো হতো। সেখানে এক সেলিব্রিটির মুখে ছিল কিছু সংলাপ। যার মধ্যে অন্যতম – প্রকৃত ফ্যানরা খারাপ সময়েও ছেড়ে চলে…

বেশ কিছুদিন আগে টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখানো হতো। সেখানে এক সেলিব্রিটির মুখে ছিল কিছু সংলাপ। যার মধ্যে অন্যতম – প্রকৃত ফ্যানরা খারাপ সময়েও ছেড়ে চলে যায় না। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্ষেত্রেও বোধহয় তেমনই। ফর্মের চড়াই উৎরাইয়ের পরেও তাঁর সমর্থকরা আজও রয়েছেন পাশে। 

চেন্নাই সুপার কিংসের (CSK vs KKR) একের পর এক ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, তখন ক্রিজে একা দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। একাই টানলেন দলের স্কোরবোর্ড। এরকম আগেও অবশ্য করেছেন বহুবার। অভিজ্ঞ তিনি। জাতীয় দল হোক বা ক্লাব, নিজ দায়িত্বে সম্পর্কে সজাগ মাহি। 

   

 

৩৮ বলে ৫০ রান করে অপরাজিত রইলেন তিনি। সাতটি চার এবং একটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ধোনির ব্যাটে যত ছন্দ ফিরেছে তত উত্তাল হয়েছেন দর্শকরা। তাঁর সমর্থকরা। সামাজিক মাধ্যমে ট্রেন্ড করেছে প্রাক্তন অধিনায়কের নাম।

হাতের গ্লাভস ঠিক করতে করতে যখন ব্যাট করতে এলেন তখন গ্যালারি জুড়ে ‘ধোনি ধোনি’ চিৎকার। উড়ছিল ভারতের জাতীয় পতাকা। প্রিয় দলকে উদ্ধার করতে ভরসা সকলের ‘ থালা ‘। 

<

p style=”text-align: justify;”>দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর ভক্তদের কাছে তিনিই এখনও ক্যাপ্টেন। কুল কুল মাথায় দলকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বাস মাহি ফ্যানেদের। এদিন তিনি নিরাশ করেননি। দল হারলেও ধোনির খেলা হাসি ফুটিয়েছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের মুখে।