মাজিয়ার বিরুদ্ধে আজ এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) মরণ বাঁচন ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে ম্যাচ। অন্য দিকে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে হবে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে। এই দুই সম্ভাবনা সত্যি হলে তবেই পরের রাউন্ডে যেতে পারে বাগান। না হলে এবারের মরশুমে এটাই হতে পারে দলের শেষ ম্যাচ।
দলবদলের বাজারে শোনা গিয়েছে এটিকে মোহন বাগানের একাধিক ফুটবলার অন্য দলে যোগ দিতে পারেন। ডেভিড উইলিয়ামসকে মুম্বাই সিটি ফুটবল ক্লাব নিশ্চিত করে ফেলেছে বলে ফুটবল মহলে কানাঘুষো। আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্য দলে দেখা যেতে পারে প্রবীর দাসকেও। বেঙ্গালুরু এফসির জার্সি পরে খেলতে পারেন তিনি।
এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে ডেভিড উইলিয়ামস পরিচিত ফর্মে না থাকলেও এএফসি প্রতিযোগিতায় রয়েছেন গোলের মধ্যে। গ্রুপ পর্বের যোগ্যতা নির্ধারণকারী ঢাকা আবাহনীর বিরুদ্ধে করেছিলেন হ্যাটট্রিক। এরপর বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও লক্ষ্যভেদ করেছিলন।
একটি সোয়াপ ডিলের মাধ্যমে বেঙ্গালুরুতে যেতে পারেন প্রবীর দাস। তাঁর বদলে সবুজ মেরুন শিবিরে যোগ দিতে পারেন আশিক কুরুনিয়ান।
গুঞ্জন রয়েছে রয় কৃষ্ণাকে নিয়েও। মনে করা হচ্ছে বাগান টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে রাখতে আর আগ্রহী নয়। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল ফিজিয়ান তারকার দিকে লক্ষ্য রেখেছেন, এমন খবরও পাওয়া গিয়েছে। যদিও কৃষ্ণার দল পরিবর্তন এখনই নিশ্চিত নয়।