অনেক আগে থেকেই নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু দেশীয় ফুটবলারদের ও চূড়ান্ত করে ফেলেছে মশারি ব্রিগেড। কিন্তু সেখানেই শেষ নয়। গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসের পাশাপাশি আরো বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।
মনে করা হচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু। তারপর নির্দিষ্ট সময় থেকে দল নিয়ে প্রি-সিজন শুরু করবেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এবছর শক্তিশালী ওডিশা এফসিকে তাদের মাঠে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জয় করেছে ইস্টবেঙ্গল।
সেই সুবাদে নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে কলকাতার এই প্রধান। মূলত, এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলতে হবে মশাল ব্রিগেডকে। পাশাপাশি নতুন আইএসএল মরশুমে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে লাল-হলুদের। তাই সবদিক বিচার বিবেচনা করেই দল গঠনের কাজ শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলারদের মধ্যে ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে প্রভাত লাকরা এবং অ্যালেক্স সাজির মতো ফুটবলার আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এই প্রধান দলে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে ময়দানের এক পরিচিত মুখ।
তিনি মনতোষ চাকলাদার। গত কয়েক মরশুমে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পাশাপাশি কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির জার্সিতে খেলেছেন এই ফুটবলার। আইলিগে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। পূর্বে চেন্নাইন এফসিতে ও ছিলেন তিনি। এছাড়াও বেশ কিছু বছর আগে ইস্টবেঙ্গলের জার্সিতেও দেখা গিয়েছিল এই ফুটবলারকে। তবে বেশিদিন নয়। পরবর্তীতে পাঠচক্রের পাশাপাশি একাধিক ক্লাবের হয়ে খেলেছেন এই সেন্টার ব্যাক। যতদূর খবর, নতুন সিজনের জন্য আবারও আসতে চলেছেন মশাল ব্রিগেডে।