শনিবার মহামেডানের বিপক্ষে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামবে মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্টরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে সমাজমাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন বাগান শিবিরের সমর্থকরা। উঠল বয়কটের ডাক। ট্রোল করতে ছাড়ল না চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরাও।
Read More বন্ধ হল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট, ভারত খেলবে বন্ধুত্বের ম্যাচ
২০২০-২১ সালের মরশুমে আইএসএলে অভিযান শুরু করেছিল বাংলার দুই প্রধান ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan SG)। যদিও এটিকে (ATK) সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে যোগ দিয়েছিল মোহনবাগান। নতুন নাম হয়েছিল এটিকেএমবি (ATKMB)। এই নাম নিয়ে শুরু থেকেই বাগান সমর্থকদের মধ্যে ছিল ক্ষোভের সঞ্চার। দলের নাম পরিবর্তনের দাবিতে একদা ক্লাব গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। এরমধ্যে ২০২২-২৩ মরশুমে আইএসএলের কাপ জয় করে এটিকেএমবি (ATKMB)।
Read More কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে আজ ভারতের কান্ডারী হরমনপ্রীত
কাপ জয়ের পরেই দলের নাম পরিবর্তনের ঘোষণা করতে দেখা গিয়েছিল সুপার জয়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। গত মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) নামে আইএসএলের মঞ্চে খেলা শুরু করে। শেষ মরশুমে ট্রফি জেতা না হলেও,আইএসএলের লিগ শিল্ডের দখল নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।
Read More পুজোর মুখে ফের বাড়ল সবজির দাম, পকেটে টান মধ্যবিত্তের
চলতি মরশুমে আইএসএলে যোগ দিয়েছে বাংলার আরেক দোল মহামেডান এসসি (Mohammedan SC)। আগামীকাল মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্টদের সঙ্গে তাঁদের রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচ শুরুর আগেই ঘটল বিপত্তি। টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই সো’ (Book my Show) তরফে একটি নোটিফিকেশন দেখা যায় যেখানে লেখা ” Last Call for the ATKMB Army!”। যা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় ক্ষোভ। টিকিট বুকিং সংস্থাকে উল্লেখ করে বয়কটের ডাক দেন বাগান সমর্থকরা।
Dear @bookmyshow , do you want us (The MohunBagan fans) to totally boycott you from sports to movies ?
Otherwise double check before the notification.
There’s MohunBagan SG , not ATKMB..#BookMyShow #ISL #JoyMohunBagan pic.twitter.com/T68WzVKvok— Rupam🇮🇳 (@rupam_s) October 4, 2024
বিষয়টা এখানেই থেমে থাকেনি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা ইস্টবেঙ্গল সমর্থকরাও সমাজমাধ্যমে শুরু করে ট্রোল করা। যানিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু আগেই তেতে উঠল সমাজমাধ্যম।
একাধিক স্ক্রীনশট দেওয়া হলো যাতে বোঝা যায় যে ফটোশপ করা নয় 😜🤭 pic.twitter.com/5nJGx4G3JT
— প্রবাসে ইস্টবেঙ্গল – Probashe East Bengal ❤️💛 (@ProbasheEB) October 4, 2024