শিল্ড ম্যাচে থাকবেন না বাগান অধিনায়ক 

বড় ধাক্কা মোহনবাগান সুপার জয়েন্ট (Mohun Bagan SG) শিবিরে। আইএসএল (ISL) শিল্ড ম্যাচে থাকবেন না বাগান অধিনায়ক শুভাশীষ বোস (Subhashish Bose)। চারটি হলুদ কার্ড দেখায়…

captain Subhasish Bose

বড় ধাক্কা মোহনবাগান সুপার জয়েন্ট (Mohun Bagan SG) শিবিরে। আইএসএল (ISL) শিল্ড ম্যাচে থাকবেন না বাগান অধিনায়ক শুভাশীষ বোস (Subhashish Bose)। চারটি হলুদ কার্ড দেখায় গোয়া (FC Goa) ম্যাচে অনুপস্থিত তিনি।

আগামী ৮ই মার্চ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০টায় এই ম্যাচ। সেই ম্যাচেই সবুজ-মেরুনের কাঙ্খিত শিল্ড হাতে পাওয়ার দিন। হবে দুর্দান্ত সেলিব্রেশন। আশা করাই যায় স্টেডিয়ামের গ্যালারি সেদিন কানায় কানায় পূর্ণ থাকবে। কিন্তু সেই ম্যাচেই থাকতে পারবে না শুভাশীষ। 

kolkata24x7-sports-News

   

শনিবার মুম্বই ফুটবল এরিনা মুম্বই ম্যাচে হলুদ কার্ড দেখে শুভাশীষ। এর আগে সে তিনটে হলুদ কার্ড দেখেছে। এই ম্যাচ নিয়ে চারতে হলো। সুতরাং গোয়া ম্যাচে নেই অধিনায়ক। 

পাশাপাশি মাঝমাঠের অভিষেক সূর্যবংশীও সেই ম্যাচে থাকতে পারবে না। কারণ তিনিও চারতে হলুদ কার্ড দেখে ফেলেছেন।  কোচ হোসে মোলিনা এখন তাদের জায়গায় কাকে মাঠে নামান সেটাই দেখায় বিষয়।