সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার কলকাতায় পৌঁছে গেলেন এটিকে মোহনবাগানের (Mohun Bagan) উরুগুয়ান তারকা ফ্রেডরিকো গ্যালেগো (Federico Gallego)। সবুজ মেরুন শিবিরের গোলের খড়া কাটাতে এই আক্রমণ ভাগের ফুটবলারকে অনেক ভরসা করে নিয়ে এসেছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।
ইন্ডিয়ান সুপার লিগের আসরে অন্যতম সেরা বিদেশিদের মধ্যে অন্যতম ফ্রেডরিকো গ্যালেগো।সেই বিষয় কোনও সন্দেহ নেই।নর্থইস্ট ইউনাইটেডের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন গ্যালেগো,কিন্তু পরবর্তী সময় চোটের জন্যে তাকে ছেড়ে দেয় সেই ক্লাব।এবার ফের এটিকে মোহনবাগানের জার্সি গায়ে ফের একবার আইএসএলের মঞ্চে ফিরে এলেন তিনি।
এই মুহুর্তে ছুঁটিতে আছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা । বুধবার ৪ ই জানুয়ারি থেকে তাদের প্রাক্টিসে নামার কথা।গ্যালেগো এসেছে মঙ্গলবার, তাই বিশ্রাম নিয়ে ৫ ই জানুয়ারি থেকে প্রাক্টিসে নামবেন তিনি।আশা করা যাচ্ছে ১৪ ই জানুয়ারি ম্যাচে খেলবেন গ্যালেগো।
Federico Gallego has landed 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/qN8ni36Zy8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 3, 2023
এটিকে মোহনবাগান দলে জনি কাউকোর পরিবর্ত ফুটবলার হিসেবে যোগদান করেছেন ফ্রেডরিকো গ্যালেগো।গ্যালেগোর ভারতের প্রতি ভালোবাসা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল।তিনি নর্থইস্ট ইউনাইটেডে খেলাকালীণ এবিষয় একটি বিবৃতি’ও দিয়েছিলেন।
এটিকে মোহনবাগানে যোগদান করার পর গ্যালেগো জানিয়েছেন, ” নতুন একটা জার্নি শুরু করছি।মেরিনার্সদের সাথে নতুন ভাবে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত এবং গর্বিত আমি।সকল মেরিনার্সদের সাথে দেখা করার জন্যে মুখিয়ে আছি আমি।”