HomeSports Newsইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে বিশেষ টিফো সবুজ-মেরুনের

ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে বিশেষ টিফো সবুজ-মেরুনের

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে এখনও জয়ের মুখ দেখেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। টানা পাঁচ ম্যাচ হারার অনবদ্য রেকর্ড করল ময়দানের এই প্রধান। গত জামশেদপুর ম্যাচ ভুলে আজ যুবভারতীতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ক্লেটন সিলভাদের। কিন্তু সেটা হল কোথায়। সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে পরাজিত হতে হল চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কাছে। এদিন অনবদ্য গোল করলেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। পরবর্তীতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।

যারফলে অনায়াসেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে জোসে মোলিনার ছেলেরা। অপরদিকে টুর্নামেন্টের একেবারে নিচে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন লাল-হলুদ(ইস্টবেঙ্গল) সমর্থকরা। আদৌও কি জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল? এই প্রশ্নের উত্তর এখন খুঁজে চলেছে আপামর ইস্টবেঙ্গল জনতা। এসবের মাঝেই পড়শীদের খোঁচা দিয়ে যুবভারতীতে বিশেষ টিফো নামাল মোহনবাগানের একটি জনপ্রিয় ফ্যান ক্লাব।

   

যেখানে দেখা যায় চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি। হাতে মোহনবাগানের অমর একাদশ সম্পর্কিত একটি বই। সেই বই পড়ার সাথে সাথেই ধূমপান করছেন তিনি। পিছনে অমর একাদশের একটি ছবি। নিচে রাখা রয়েছে। আইলিগ ও আইএসএলের শিল্ড। উপরে লেখা ” ভানু দা, তোমার দলের আইলিগ ও আইএসএলের লিগ শিল্ডের সংখ্যা তো হাওয়ায় উড়িয়ে দিলাম।” তাঁদের এমন অভিনব টিফো অতি সহজেই নজর কেড়েছে বাগান সমর্থকদের।

এমনকি ম্যাচের মাঝামাঝি সময় সেটি আপলোড ও করা হয় দলের অফিসিয়াল সাইটে। বলাবাহুল্য, ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ভানু বন্দ্যোপাধ্যায় এক আলাদা মাত্রা যোগ করে‌। বলতে গেলে যুগের পর যুগ তাঁকে নিয়ে যথেষ্ট গর্ব করে আসছে মশাল (ইস্টবেঙ্গল) ব্রিগেড। এবার সেই নিয়েই খোঁচা দিল মোহনবাগান সমর্থকরা। বর্তমানে যেটি রীতিমতো ভাইরাল হয়েছে সর্বত্র।

কিন্তু আদৌও কি এর বদলা নিতে পারবে ইস্টবেঙ্গল? এখন সেদিকেই নজর থাকবে সমর্থকদের। হিসাব অনুযায়ী আগামী কয়েকদিন পরেই আইএসএল ম্যাচে শক্তিশালী ওডিশার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম লক্ষ্য থাকবে অস্কার ব্রুজনের ছেলেদের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular