Mohun Bagan: মাঠে ফিরে এসে কী বলছেন বাগানের স্প্যানিশ কোচ? জানুন

শারিরীক সমস্যার দরুন গত কয়েক ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের সঙ্গে থাকতে পারেননি স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তার অনুপস্থিতিতে যথেষ্ট প্রভাব পড়েছে দলের…

Mohun Bagan's Spanish Coach Antonio Lopez Habas

short-samachar

শারিরীক সমস্যার দরুন গত কয়েক ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের সঙ্গে থাকতে পারেননি স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তার অনুপস্থিতিতে যথেষ্ট প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। চেন্নাই এফসির বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। যদিও পরবর্তীতে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ঘুরে দাঁড়ায় দল। তারপর মুম্বাই সিটি।

   

নিজেদের জয়ের ধারা বজায় রেখেই আইএসএলের লিগশিল্ড জয় করে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সকলের কাছে। তবে প্রথম সেমিতে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে পরাজয় কিছুটা হলেও চাপে ফেলেছে মেরিনার্সদের।

তবে স্প্যানিশ কোচের উপস্থিতিতে ঘরের মাঠের দ্বিতীয় সেমিফাইনালে দল যে সেরাটা উজাড় করে দেবে সেটা ভালো মতোই জানেন সকলে। একটা সময় এই আইএসএল টুর্নামেন্টে হারের হ্যাট্রিক করলেও বর্তমানে সেই দল টুর্নামেন্ট সেরা। যার পুরোটাই সম্ভব হয়েছে হাবাসের তত্ত্বাবধানে। অ্যাটলেটিকো দি কলকাতা হোক কিংবা মোহনবাগান, হাবাসের ছোঁয়ায় বারংবার সাফল্য এসেছে শহরে। আসলে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। পরবর্তীতে এই প্রসঙ্গেই মুখ খোলেন বাগানের হেডস্যার।

তিনি বলেন, ফুটবলই আমার‌ ওষুধ। ফুটবল খেলার মাঠে ফিরলেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। যখন থেকে আমি লা লিগা খেলা শুরু করি তখন থেকেই এই ফুটবল আমার সমস্ত কিছু।