মোহনবাগান কি কলকাতা লিগে খেলবে? এই প্রশ্ন এখন সবুজ মেরুন জনতার মধ্যে। কিছুদিন আগে আইএফএ সচিব (IFA Secretary) অনির্বাণ দত্ত জানিয়েছিলেন কলকাতা লিগে মোহনবাগানের খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আইএফএ সচিব কতটা আত্মবিশ্বাসী ছিলেন তা সহজেই বোঝা যাচ্ছে।
মোহনবাগানের সঙ্গে সমস্যা প্রায় মিটেই গিয়েছে, কলকাতা লিগে খেলার ব্যাপারে প্রায় সম্মতি দিয়ে দিয়েছে সবুজ মেরুন শিবির। যদি এখনও পুরোটা মেটেনি, পুরোটা মিটে যাবে বলে মনে করছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এক্ষুনি এই বিষয়টা নিয়ে কথা বলা ঠিক হবে না । সমস্যা প্রায় মিটে গেছে যদিও পুরোটা মেটেনি। তবে পুরোটা মেটার পর আমি এই বিষয় নিয়ে কথা বলব। আমি আশাবাদী, মোহনবাগানের সমস্যা মিটে যাবে এবং মোহনবাগান কলকাতা লিকে খেলবে।’
এই প্রসঙ্গে তিনি বলেন,‘ আমি আশা করছি সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যেই এই সমস্যা মিটে যাবে। ও মোহনবাগান কলকাতা লিগে খেলবে।’ উল্লেখ্য, কলকাতা লিগে খেলার ব্যাপারে একরকম সম্মতি দিয়েই দিয়েছে মোহনবাগান।