রথযাত্রার দিনে বড়সড় চমকের সাক্ষী থাকল আপামর সবুজ-মেরুন (Mohun Bagan) জনতা। বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে মোহনবাগানের ফেসবুক পেজ থেকে উঠে গিয়েছে “এটিকে” নাম। তার বদলে যুক্ত হয়েছে নতুন নাম। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেখানেই শেষ নয়। রয়েছে আর চমক।
আসন্ন ফুটবল মরশুমে কেমন জার্সি পড়ে মাঠে নামবে মোহনবাগান দল? না কোনো ম্যানেজমেন্ট নয়। এবার দলের খেলোয়াড়দের জার্সির ডিজাইন ঠিক করে দেবে দলের সমর্থকরা। শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই একেবারে সত্যি কথা।
কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে এবার সকলের সামনে আসতে চলেছে মোহনবাগান দলের নতুন জার্সি। এবার সেটাই নির্বাচন করার দায়িত্ব উঠে গেল সমর্থকদের হাতে। আজ মোহনবাগান দলের পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি বিশেষ ভিডিও। যেখানে সবুজ-মেরুন রঙের পাশাপাশি দেখানো হচ্ছে আরও একাধিক ডিজাইনের প্রতীকী। সেখানেই বলা হল, এটা আমাদের জার্সি। এবার সবাই মিলে তৈরি করা যাক। এই অভিনব উদ্যোগে খুশি সবুজ-মেরুন সমর্থকরা।
It’s OUR JERSEY! And we design it TOGETHER!
Submit your designs by tagging us and using the hashtag #MBSGJERSEY!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1HmutyIr36
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 20, 2023
এই ঘোষণা দরুন যেকোনো মোহনবাগান সমর্থক নিজেদের বানানো জার্সি পোস্ট করতে পারবে ফেসবুকে। তবে সেক্ষেত্রে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করতে হবে নিজেদের দলকে। কিছু বছর আগে থেকেই বিদেশী ফুটবল ক্লাব গুলিতে রয়েছে এই রেওয়াজ। এমনকি একটা সময় পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের তরফ থেকে ও নেওয়া হয়েছিল এমন উদ্যোগ। এবার সেই পরিকল্পনা গ্রহন করল মোহনবাগান সুপারজায়ান্টস।