Kiyan Nassiri: থাইল্যান্ডে বান্ধবীর সঙ্গে চুটিয়ে মজা করছেন কিয়ান

Kiyan Nassiri Enjoys Quality Time with Girlfriend in Thailand

সময় পেলেই বেরিয়ে পড়েন কিয়ান নাসিরি। আবারো ঘুরতে গিয়েছেন। থাইল্যান্ডে রয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের তরুণ এই ফুটবলার। বান্ধবীর সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন।

কিয়ান নাসিরি ও মিহিরা সিংয়ের বন্ধুত্বতার কথা অনেকেই জানেন। ঘুরতে যাওয়ার ছবি কিয়ান এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করেননি। বরং বান্ধবীর দেওয়া স্টোরি যুক্ত করেছেন নিজের প্রোফাইলে। কিয়ানের তার একটি ছবি স্টোরিতে অ্যাড করেছেন মিহিরা।

   

ঘুরতে যাওয়ার খবর কিছু দিন আগে অবশ্য কিয়ান নিজের প্রোফাইল থেকেও জানিয়েছিলেন। চিতা বাঘের শাবকের সঙ্গে খুনসুটি করার ছবি পোস্ট করেছিলেন বাগান তারকা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকেন কিয়ান। কোথাও ঘুরতে গেলে কিংবা গুরুত্বপূর্ণ কিছু ঘটলে নিজের অফিসিয়াল প্রোফাইলে সেটার আপডেট দেন। বাঘের বাচ্চার সঙ্গে খেলা করা বা খুনসুটি করা অবশ্যই একটা রোমাঞ্চকর ব্যাপার। বিশেষত্ব তরুণ বয়সে আমোদ দেওয়ার জন্য যথেষ্ট। পোস্টে দেওয়া লোকেশন অনুযায়ী কিয়ান ব্যাংককে রয়েছেন বলে জানা গিয়েছিল।

কিয়ানের মুখে হাসি থাকবে নাইবা কেন। একে তো ছুটি তার ওপর দল এখন ছন্দে রয়েছে। চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। খেতাব জয়ের অন্যতম দাবিদার। AFC কাপের পরের পর্বের যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে দলের সামনে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন