পাঞ্জাব ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী মোলিনা, কী বললেন তিনি?

    আগামী শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। শেষ…

Mohun Bagan SG's Coach José Francisco Molina

short-samachar

   

আগামী শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। শেষ কয়েক ম্যাচের মতো এবারও জয়ের ধারা বজায় রাখতে চান বাগান কোচ জোসে মোলিনা‌ (Jose Francisco Molina)। সেই জন্য গত কয়েকদিন ধরেই জোরকদমে অনুশীলন চালিয়েছেন দলের ফুটবলাররা।

তবে অজি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট না হওয়ায় কিছুটা হলেও চিন্তা থেকে গিয়েছে সকলের। তবে আসন্ন এই কোয়ার্টার ফাইনালের জন্য জেসন কামিন্স এবং গ্ৰেগ স্টুয়ার্টদের দিকেই বাড়তি নজর থাকবে সকলের। অন্যদিকে গ্ৰুপ পর্বের দুরন্ত ছন্দ বজায় রাখার লক্ষ্য প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের।

গত ১১ আগস্ট মুম্বাই সিটি এফসির রিজার্ভ দলকে পরাজিত করেছিল পাঞ্জাব দল। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার খেলতে নামবে জুয়ান মেরা থেকে শুরু করে লুকা ম্যাজেনরা। তবে এই ম্যাচের বাগান ফুটবলারদের যথেষ্ট চনমনে মেজাজে দেখা গেলেও প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সাবধানী মোলিনা।

এই ম্যাচ প্রসঙ্গে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো দল। প্রতিপক্ষকে কখনই হালকা ভাবে নিতে চাইনা। তবে আমরা আমাদের সেরা খেলাটাই সকলের সামনে তুলে ধরতে চাই। আশা করি ম্যাচ জিতেই জামশেদপুর থেকে ফিরতে পারবো।’