Joni Kauko: ডার্বির আগে হাসি মুখে অনুশীলন করলেন কাউকো

কলকাতায় আসার পরেই মোহন বাগান সুপার (Mohun Bagan) জায়ান্ট শিবিরে যোগ দিয়েছিলেন জনি কাউকো (Joni Kauko)। নেমে পড়েছিলেন মাঠে। ইতিমধ্যে শুরু করেছেন অনুশীলন। চেনা শহরে,…

Mohun Bagan's Joni Kauko Radiates Positivity in Smiling Pre-Derby Practice

কলকাতায় আসার পরেই মোহন বাগান সুপার (Mohun Bagan) জায়ান্ট শিবিরে যোগ দিয়েছিলেন জনি কাউকো (Joni Kauko)। নেমে পড়েছিলেন মাঠে। ইতিমধ্যে শুরু করেছেন অনুশীলন। চেনা শহরে, চেনা ক্লাবের মাঠে অনুশীলন শুরু করেছেন খোশ মেজাজে।

Advertisements

এসিএলের চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে জনি কাউকোকে। নিজের দেশ ফিনল্যান্ডে ফিরে চোটের সঙ্গে মোকাবিলা করেছেন। চোট সারিয়ে ফিরে পেয়েছেন সাধারণ জীবন। কিন্তু ম্যাচে নামা এখনও বাকি। বল পায়ে নিজের দেশের মাঠে অনুশীলন করেছেন। মাঠে নামার জন্য কবে প্রস্তুত হবেন এখন সেটাই দেখার।

বিজ্ঞাপন

কলকাতায় আসার পর বাগান শিবিরের অনুশীলনে যোগ দিয়েছেন কাউকো। পুরনো সতীর্থরা তাকে স্বাগত জানিয়েছেন। হাসি ফুটেছে মোহন বাগান সুপার জায়ান্টের অন্যতম বিদেশি ফুটবলার দিমি পেত্রাতসের মুখে। সবুজ মেরুন জার্সিতে খেলা মিডফিল্ড জেনারেলকে অনুশীলনে দেখিয়েছে খোশ মেজাজে। বাকি সতীর্থদের সঙ্গেও হালকা মেজাজে তাকে দেখা গিয়েছে। বাগানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে কিছু ছবি।

ডার্বির আগের দিনের অনুশীলন। তাই বাড়তি নজর ছিল এদিনের প্র্যাকটিসে। ফিটনেস, স্ট্রেন্থের দিকে দেওয়া হয়েছিল বাড়তি জোর।