Mohun Bagan: ডুরান্ডে অনিশ্চিত জেমি ম্যাকলারেন, টার্গেট আইএসএল

গত মরসুমের মতো এবারও ডুরান্ড কাপে (Durand Cup) অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গ্ৰুপ পর্বের অভূতপূর্ব সাফল্যের পর ও বজায় রয়েছে সেই…

Jamie Maclaren

গত মরসুমের মতো এবারও ডুরান্ড কাপে (Durand Cup) অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গ্ৰুপ পর্বের অভূতপূর্ব সাফল্যের পর ও বজায় রয়েছে সেই জয়ের ধারা। দিনকয়েক আগেই জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী পাঞ্জাব এফসিকে। সেই সুবাদে আগামী মঙ্গলবার ডুরান্ডের সেমিফাইনাল খেলতে নামবে জোসে মোলিনার ছেলেরা।

   

যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে এই ম্যাচ আয়োজিত হলেও প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ। তাই কোয়ার্টার ফাইনালের পর শহর আসেই দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। বিশেষ করে গত কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর রক্ষণভাগের দিকে বাড়তি নজর দিচ্ছেন মোলিনা। প্রথমদিন শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই জোর দিতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের।

তবে রবিবার থেকেই বল পায়ে প্রস্তুতি শুরু করে দেয় ময়দানের এই প্রধান। যেখানে সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি কন্ডিশনিং সহ দুটি দলে ভাগ করে ও ফুটবলারদের অনুশীলন করান বাগান কোচ। তবে সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তিনি যে সেমিফাইনাল খেলবেন না অনেক আগেই মিলেছিল সেই ইঙ্গিত। তবে এবার উঠে আসলো নয়া তথ্য।

শুধুমাত্র সেমিফাইনাল নয়। দল যদি ফাইনালে ওঠে তাহলেও জেমিকে বাদ দিয়েই রণকৌশল সাজাবেন মোলিনা। স্বাভাবিকভাবেই গোলের জন্য ভরসা করতে হবে অজি তারকা জেসন কামিন্স এবং স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ উপর। আসলে এখনও পর্যন্ত চোটের সমস্যা কাটিয়ে উঠতে পারেননি জেমি ম্যাকলারেন। স্বাভাবিকভাবেই সেটি যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে‌।

পূর্বে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল জেমি ম্যাকলারেনকে। তবে চোটের পরিস্থিতি বুঝতে ফের মুম্বাই পাঠানো হয়েছিল তাঁকে। সেখান থেকে ফিরে এখনও পর্যন্ত দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেননি এই অজি তারকা। যারফলে আর আসন্ন আইএসএলে ই হয়তো মোহনবাগানের জার্সিতে প্রথম খেলতে নামবেন এই গোলমেশিন।