অবশেষে শহরে চলে এলেন সবুজ-মেরুন হেডস্যার

গত বৃহস্পতিবার সিজনের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগানের সিনিয়র দল। ডুরান্ডের সেই ম্যাচে লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। শেষ পর্যন্ত দুইটি গোলের…

Mohun Bagan’s Head Coach Jose Molina Lands in Kolkata, Boosts Hopes for ISL 2025 Success After Durand Cup Win

গত বৃহস্পতিবার সিজনের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগানের সিনিয়র দল। ডুরান্ডের সেই ম্যাচে লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। সেই ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছিলেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো। গতবারের পর এই সিজনের প্রথম ম্যাচে ও তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের অন্দরে। আগামী ৪ঠা আগস্ট ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন।

কিন্তু তাঁর আগেই জুলাইয়ে শেষ রাতে শহরে আসার কথা ছিল সবুজ-মেরুন কোচ জোসে মোলিনার (Jose Molina)। ডুরান্ড ম্যাচের পর মূলত সেদিকেই নজর ছিল সকল বাগান সমর্থকদের। প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিছুক্ষণ আগেই কলকাতা বিমান বন্দরে টা রাখলেন এই স্প্যানিশ কোচ। পরবর্তীতে বিমান বন্দর ছেড়ে বেড়িয়ে আসার সময় স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে প্রবল উন্মাদনা দেখা দেয় সমর্থকদের মধ্যে। তবে তিনা একানন। একই সাথে শহরে চলে আসেন তাঁর সহকারী কোচেরা। যারফলে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দলের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন মোলিনা।

   

উল্লেখ্য, শেষ ফুটবল সিজনে তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। সেবার ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে আর খুব একটা হতাশ করেননি তিনি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের শিল্ডের পাশাপাশি লিগ কাপ ও জয় করে সবুজ-মেরুন শিবির। এক কথায় যা বিরাট বড় চমক ছিল সকলের জন্য। এবারের এই নতুন সিজনে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে দুইবারের আইএসএল জয়ী এই কোচের।

Advertisements