ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথম কয়েকটি ম্যাচে দলের পারফরম্যান্স কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে। তবে সময়ের সাথে সাথে দলকে ছন্দে ফেরাতে মরিয়া বাগান কোচ জোসে মোলিনা। গত ৫ই অক্টোবর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় শেষে বড় ব্যবধানেই তাঁদের পরাজিত করেছে মোহনবাগান।
যা কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে সকল ফুটবলারদের। সেই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে উঠে এসেছে মোহনবাগান। আগামী ১৯ শে অক্টোবর পরবর্তী ম্যাচ খেলতে নামবে ময়দানের এই প্রধান। যেখানেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। উল্লেখ্য, গত ডার্বি ম্যাচে গোল পেয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। তাই আসন্ন ম্যাচেও তাঁর দিকেই নজর থাকবে আপামর মোহন জনতার। অপরদিকে, মহামেডানের পর ইস্টবেঙ্গল বধ করার ক্ষেত্রে নিজের সেরাটা উজাড় করে দেওয়াই অন্যতম লক্ষ্য এই তারকার।
তবে সেই ম্যাচের আগে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। সেজন্য দলের ফুটবলারদের বেশ কিছুদিন ছুটি দিয়েছেন বাগান কোচ। সেই সুবাদেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের অধিকাংশ ফুটবলাররা। গত কয়েকদিনে ছুটির মেজাজে ধরা দিয়েছিলেন বাগানের একাধিক ফুটবলার। এবার সেই তালিকায় যুক্ত হল জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) নাম। বর্তমানে নিজের দেশেই রয়েছেন এই তারকা স্ট্রাইকার। ঘন্টা কয়েক আগে নিজের সোশ্যাল সাইটে পার্থ গ্লোরির নিকট একটি বিচের ছবি শেয়ার করেন এই তারকা।
View this post on Instagram
যেখানে পরিবারের ক্ষুদে সদস্যা সহ নিজের পোষ্যের সঙ্গে দেখা যায় অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপারকে। যা সহজেই মন জয় করেছে সবুজ-মেরুন সমর্থকদের। যতদূর খবর, খুব শীঘ্রই ভারতে ফিরবেন এই তারকা। আবারও ম্যাকলারেন ম্যাজিক দেখার অপেক্ষায় বাংলার ফুটবলপ্রেমীরা।