ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সালগাওকার এফসি (Salgaocar FC) । সম্প্রতি জানা গিয়েছে, বন্ধ হতে চলেছে তাদের সিনিয়র ফুটবল দল। ভারতীয় ফুটবলের জন্য এ এক অপূরণীয় ক্ষতি বলে অনেকে মনে করছেন। ভারতীয় ফুটবলের বহু উত্থানপতনের সাক্ষী সালগাওকার এফসি। ক্লাবের সিনিয়র ফুটবল দল বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে ড্যারেল ডফি (Darryl Duffy)।
ভারতীয় ফুটবলে অন্যতম সাড়া জাগানো বিদেশি স্ট্রাইকার স্কটল্যান্ডের ড্যারেল ডফি। সালগাওকার এফসি তাকে ভারতে নিয়ে এসেছিল। এরপর গোয়া এবং মোহনবাগানের হয়ে ড্যারেল খেলেছিলেন যথাক্রমে। সালগাওকারের হয়ে তিরিশের বেশি গোল রয়েছে এই স্কটিশ তারকার। ৩৯ বছর বয়সেও এখন ফুটবল খেলছেন। ইংল্যান্ডের হাল সিটি, সোয়ানসি সিটির, ব্রিস্টল রভার্সের মতো নামকরা ক্লাবে খেললেও ড্যারেলের মনে ভারতীয় ফুটবলের জন্য আলাদা জায়গা রয়েছে। তাই সালগাওকার এফসির সিনিয়র ফুটবল দল বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশ হতেই দুঃখ প্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে বলেছেন, “খুবই খারাপ খবর। এই ক্লাবে চমৎকার তিনটে বছর কাটিয়েছিলাম।”
সালগাওকার এফসি গঠিত হয়েছিল ১৯৫৬ সালে। ৬৭ বছর ধরে ভারতীয় ফুটবলের অন্যতম স্তম্ভ ছিল এই ক্লাব। সিনিয়র দল না খেললেও সালগাওকরের জুনিয়র দলগুলো লিগে খেলবে বলে জানা গিয়েছে। খবরটি প্রকাশ করেছিল গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন। সালগাওকর বেশ কিছুদিন ধরে শুধুমাত্র গোয়ান প্রফেশনাল লিগে খেলেছে। মেনিনো ফিগুয়েরোইরিদো, ব্রহ্মানন্দ শাঙ্কওয়ালকার এবং ব্রুনো কৌতিনহোর মতো একাধিক বিশ্ববরেণ্য খেলোয়াড় জড়িয়ে রয়েছেন ক্লাবের ইতিহাসের সঙ্গে।
<
p style=”text-align: justify;”>গোয়ার ব্যবসায়ী ভি এম সালগাওকর এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। সালগাওকার এফসি ১৯৫৭ সালে একটি ম্যাচও না হেরে দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছিল। পরের বছর প্রথম বিভাগে সুযোগ পেয়েছিল দল। চার বছর পরে ১৯৬১ সালে, দলটি গোয়া লিগের শিরোপা অর্জন করেছিল।