
রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের গত দুই ম্যাচে সবুজ-মেরুনের (Mohun Bagan) পারফরম্যান্স মোটে ও ভালো নয়। টুর্নামেন্টের প্রথম থেকে দল জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হলেও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে আটকে যায় এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের নিরিখে উভয়পক্ষ গোলশূন্য রেখেই মাঠ ছাড়ে। তারপর গত ২৩ তারিখ। নৈহাটি স্টেডিয়ামে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হয় এটিকে মোহনবাগান। প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা যাচ্ছিল কিয়ানদের। তবে শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে ব্যর্থ হয় বাগান ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে এসে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় নামতে। যারফলে গোলশূন্য ডার্বি দিয়েই মাঠ ছাড়তে হয় সকলকে। আজ সুরুচি সংঘের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। লক্ষ্য একটাই বড় ব্যবধানে দলের জয় তুলে আনা। উল্লেখ্য, আজ জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে এটিকে মোহনবাগান। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছে বাগান শিবির।
কিছুক্ষন আগেই নিজেদের স্যোশাল সাইটে প্রকাশ করা হয় প্রথম একাদশ। সেই অনুযায়ী আজ গোলের দায়িত্ব সামলাবেন দলের ভরসাযোগ্য ফুটবলার আর্শদ্বীপ এছাড়াও অধিনায়ক অভিষেকের পাশাপাশি দলে রয়েছেন আমনদ্বীপ, ব্রিজেশ গিরি, তংসিন, ফারদিন আলি, রাজ বাশফোর,রবি রানা,নংডোমবা ও রিকি সাবং। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হয় এখন সেটাই দেখার।










