শনিবার বিকেলে কল্যানী স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ (Kolkata Derby) খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিনো জর্জের ইস্টবেঙ্গল ফুটবল দল। কলকাতা ফুটবল লিগের এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার সকল ফুটবলপ্রেমী মানুষদের। টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। গত কয়েকটি ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল মেরিনার্সদের। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য বাগান ফুটবলারদের। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় বাগান কোচ ডেগি কার্ডোজোকে।
ডার্বি প্রসঙ্গে তিনি বলেন, ” ছেলেরা যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়েছে। মাঠে নিজেদের সেরাটা দিতে চায়। আমরা এই মুহূর্তে টেবিলের তৃতীয় স্থানে রয়েছি। তবে ডার্বি ম্যাচ জয়ের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে আরো উপরে নিয়ে যেতে চাই। তাছাড়া প্রথম দলে দীপেন্দু থেকে শুরু করে সুহেল এবং কিয়ানের মতো ফুটবলাররা থাকায় আমাদের যথেষ্ট অ্যাডভান্টেজ রয়েছে। এই ম্যাচে প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমি অন্য কিছু ভাবছি না। আমি আমার দলের ফুটবলারদের দিকে নজর দিতে চাই। সেই সাথে আমি যথেষ্ট আশাবাদী। তবে প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী। একাধিক ভালো ফুটবলার তাঁদের দলে রয়েছে। এখন ভালো ফুটবল খেলে পয়েন্ট টেবিলের উপরে উঠে আসাই আমাদের প্রধান টার্গেট।”
একই সুর শোনা যায় বাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের গলায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা যতটুকু প্রাকটিস করেছি তাতে সকলেই যথেষ্ট মোটিভেট। সিএফএলের ডার্বির গুরুত্ব কতটা আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আশা করি আমরা জিতে তিন পয়েন্ট পাবো।” পরিবেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি
আরও যোগ করেন, ” আগামীকাল আবহাওয়া যেমনই থাকুক না কেন আমরা নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। তবে এই ম্যাচ নিয়ে বাড়তি চাপ বলে কিছু নেই। আমরা যেরকম খেলে আসছি বা কোচ যেভাবে আমাদের অনুশীলন করাচ্ছেন সেগুলি মাথায় রেখেই এগোচ্ছি।”
উল্লেখ্য, এবারের এই ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে সিনিয়র ফুটবলারদের মধ্যে দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স এবং সুহেল আহমেদ ভাটের মতো ফুটবলারদের সংযুক্ত করেছে মেরিনার্সরা। শোনা যাচ্ছে, এই হাইভোল্টেজ ম্যাচে ১০ নম্বর জার্সিতে মাঠে নামতে পারেন কিয়ান।