কিবু ভিকুনার হাতে মোহনবাগানের CFL ভাগ্য

Kibu Vicuna Diamond Harbor FC

দুর্বার গতিতে এগিয়ে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লীগের (CFL) সুপার সিক্স পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে তারা। হাতে বাকি আর দুটো ম্যাচ। মঙ্গলবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

Advertisements

কলকাতার তিন প্রধান ক্লাবের পাশাপাশি এবারের কলকাতা ফুটবল লীগে চমক দিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে দারুণ ফর্ম ধরে রেখেছেন অভিষেক ব্যানার্জির ফুটবল ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো তারাও কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার। মঙ্গলবারের ম্যাচ আদপে খেতাব জয়ের দুই দাবিদার দলের মধ্যে। তাই ম্যাচের গুরুত্ব যে অনেকটা সেটা বলার অপেক্ষা রাখে না।

   

গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্স পর্বে গোনা হচ্ছে। সেই হিসেবে আপাতত মহামেডান স্পোর্টিং ক্লাব কিছুটা হলেও এগিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহন বাগান সুপার জায়ান্ট। মহামেডান স্পোর্টিং তুলনামূকভাবে বেশি ম্যাচ খেললেও অংকের বিচারে তারাই এগিয়ে। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে আরও জমাটি হয়ে যাবে এবারের কলকাতা ফুটবল লীগের খেতাব জয়ের লড়াই।

Advertisements

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব, দুই দলে রয়েছে দুই গোল মেশিন। একদিকে রয়েছেন সিএফএল এবং ডুরান্ড কাপের প্রায় প্রতি ম্যাচে গোল করা ডেভিড। অন্য দিকে রয়েছেন নিজেকে নতুন করে আবিষ্কার করা রাহুল পসোয়ান। সেই সঙ্গে সাইড লাইনের ধারে থাকবেন দুই অভিজ্ঞ বিদেশি কোচ।