ডুরান্ডের দ্বিতীয় ম্যাচের পরেই শহরে আসছেন এই অজি তারকা

ডার্বি জয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দিনকয়েক আগেই তাঁরা পরাজিত করেছে পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।…

Mohun Bagan’s Aussie Star Jason Cummings Lands in Kolkata Ahead of Durand Cup Clash

ডার্বি জয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দিনকয়েক আগেই তাঁরা পরাজিত করেছে পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। জোড়া গোল পেয়েছিলেন লিস্টন কোলাসো। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে আগামী সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হবে বিএসএফ ফুটবল দলের সঙ্গে। এখন এই ম্যাচ থেকেই তিন পয়েন্ট সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মেরিনার্সরা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছেন গতবারের আইএসএল জয়ী কোচ জোসে মোলিনা।

তারপর থেকেই সময় যত এগিয়েছে একে একে শহরে আসতে শুরু করেছেন দলের অধিকাংশ বিদেশি ফুটবলাররা। ইতিমধ্যেই এসে গিয়েছেন টম অলড্রেড থেকে শুরু করে আলবার্তো রদ্রিগেজের মতো ডিফেন্ডাররা। কিন্তু কবে শহরে আসবেন দলের বাকি বিদেশি ফুটবলাররা। সেই নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। এবার উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে আগামীকাল মধ্য রাতেই শহরে পা রাখতে চলেছেন দলের অজি বিশ্বকাপার জেসন কামিন্স (Jason Cummings)। সব ঠিকঠাক থাকলে রাত দুটোর মধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের।

   

এবার তাঁর অপেক্ষায় পথ চেয়ে বসে সবুজ-মেরুন সমর্থকরা। উল্লেখ্য, গত ফুটবল সিজনে মোহনবাগানের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই দাপুটে ফরোয়ার্ডের। গত মরসুমে দলের হয়ে প্রায় কুড়িটির ও বেশি ম্যাচ খেলেছিলেন কামিন্স। যার মধ্যে সাতটি গোলের পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও ছিল বছর তিরিশের এই অজি তারকার। দলকে আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অস্ট্রেলিয়ার এই ফুটবলারের। নতুন সিজনে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই দাপুটে ফুটবলারের।

Advertisements

মনে করা হচ্ছে আগামী ডায়মন্ড হারবার ম্যাচ থেকেই দলের কয়েকজন বিদেশি ফুটবলারদের মাঠে নামাতে পারেন বাগান কোচ জোসে মোলিনা। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে দলের এই তারকা ফুটবলারকে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বাগানের হেডস্যার।