দিনকয়েক আগেই নিজেদের ঘরের মাঠে ওডিশা এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। আইএসএলের প্রথম লেগের সেমিফাইনালে কিছুটা পিছিয়ে থাকলেও যুবভারতীতে সহজ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী ৪ মে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। এখন সেইদিকেই নজর সকলের। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ফুটবল দল মুম্বাই সিটি এফসি। কিছুদিন আগেই এই ফুটবল টুর্নামেন্টের লিগশিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।
শেষ পর্যন্ত বাজিমাত করেছিল শুভাশিস ব্রিগেড। প্রথমবারের মতো আইএসএলের লিগশিল্ড জয় করেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। এবার সেই ছন্দ বজায় রেখেই আইএসএল ট্রফি জিততে চাইছে মেরিনার্সরা। তবে এবারের এই লড়াই যে যথেষ্ট কঠিন হতে চলেছে সেটা বলাই চলে। তাছাড়া এই ম্যাচে যে মুম্বাই সিটি এফসির খেলায় আগের থেকে অনেকটাই বদল আসবে সেই ইঙ্গিত দিয়েছেন তাদের দলের কোচ পেট্রো ক্র্যাটকি। তবে এই ম্যাচে মোহনবাগান মাঠে পাবে না আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে। যা নিঃসন্দেহে চাপে রাখবে দলের সকলকে। এই পরিস্থিতিতে নয়া কৌশলের মাধ্যমে লড়াই করার পরিকল্পনা থাকবে বাগান কোচের।
উল্লেখ্য, সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখার দরুন রবিবার যুবভারতীতে খেলতে পারেননি তিনি। এবার খেলতে পারবেন না ট্রফি জয়ের ম্যাচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক্ষেত্রে ডিসিপ্লিনারি কোড ২০২৩ এর ৫১ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেইসাথে মোট ৫০ হাজার টাকা জরিমানা ও দিতে বলা হয়েছে। বলতে গেলে, দুই ম্যাচের সাসপেনশনের পাশাপাশি কার্ড ইস্যুর জন্য আরো দুইটি ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এর পরবর্তীতে কোনো অভিযোগে আসলে সেক্ষেত্রে ফের ব্যবস্থা নেওয়া হতে পারে।