ট্রফি জয়ের মধ্য দিয়ে আগের মরসুম শেষ করেছে মোহনবাগান ( Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল ঘরের মাঠে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের প্রথম লেগের থেকেই দাপট ছিল বাগান ব্রিগেডের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছে মোহনবাগান। যারফলে অনায়াসেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে লিগ শিল্ড নিশ্চিত করে ফেলেছিল সবুজ-মেরুন। কিন্তু সেখানেই থেমে থাকেনি দল। পরবর্তীতে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে লিগ কাপ নিশ্চিত করে কলকাতা ময়দানের এই প্রধান।
দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে টানা দুইটি ট্রফি জয় করে মেরিনার্সরা। দলের এমন অভূতপূর্ব পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে মোহনবাগানের ফরোয়ার্ড লাইনের ফুটবলারদের। তবে শুধুমাত্র আক্রমণভাগ নয়। দলের শক্তি বাড়ানোর ক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের দিকে ও নজর দিয়েছিল ম্যানেজমেন্ট।সেজন্য টম অলড্রেডের পাশাপাশি আলবার্তো রদ্রিগেজকে সই করিয়েছিল বাগান ব্রিগেড। সুযোগ মতো একেবারেই হতাশ করেননি আলবার্তো (Alberto Rodríguez)। ভারতীয় ব্রিগেডের পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়া সহ দলের আক্রমণে ও উঠে গিয়েছিলেন একাধিকবার।
ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে দলের হয়ে গোল ও করেছিলেন এই স্প্যানিশ। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে । পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই ফুটবলার। একের পর এক হেভিওয়েট দলের আক্রমণভাগ ভোঁতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। স্বাভাবিকভাবেই এই নতুন সিজনে ও তার উপর ভরসা রাখবেন বাগানের আইএসএল জয়ী কোচ জোসে মোলিনা। সব ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতে ভারতে এসে পড়বেন দলের সকল বিদেশি ফুটবলাররা। তাঁর আগে নিজেদের ফিট করে নিচ্ছেন সকলে।
এক্ষেত্রে সকলকে চমকে দিলেন আলবার্তো রদ্রিগেজ। এবার স্পেনের জাতীয় দলের ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের বর্তমান সেন্টার ব্যাক রাউল আসেন্সিওর সঙ্গে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায় মোহনবাগানের এই দাপুটে ডিফেন্ডারকে। বেশ কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি ভিডিও স্টোরিতে শেয়ার করেছিলেন আলবার্তো। যারীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।