ম্যাচের সূচি নিয়ে সমস্যায় মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একদিন বিশ্বকাপ, দুর্গাপুজো, সেই সঙ্গে আবার AFC কাপের ম্যাচ। সব মিলিয়ে ম্যাচ আয়োজন করার ব্যাপারে কিছুটা বিপাকে পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে তারা।
বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীকে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশেরই অপর ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচ হবে কলকাতায়। এখানেই সমস্যা। কারণ খেলা পড়েছে দশমীর দিন। ওই দিন দশমী সেই সঙ্গে চলবে বিশ্বকাপ। এই দুইয়ের ম্যাচে নিরাপত্তা জনিত আশঙ্কা করছে মোহন বাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। দশমী এবং বিশ্বকাপের ম্যাচের চাপ সামলে পুলিশ কতটা নিরাপত্তা প্রদান করতে পারবে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের দিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। AFC – এর আবেদন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে যদিও ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ক্লাবের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
নিরাপত্তা জনিত সমস্যা ছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক সমস্যার মুখোমুখি পড়তে পারেন সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্ডো। আপাতত স্কোয়াডে রয়েছে একাধিক চোট সমস্যা। সেই সঙ্গে জাতীয় শিবিরের জন্য সাময়িকভাবে সমস্ত ফুটবলারকে এক সঙ্গে তিনি পাবেন না। জুনিয়র দলের খেলোয়াড়রাও যোগ দেবেন জাতীয় শিবিরে।