নেই জোভানোভিচ, বাড়তি অ্যাডভান্টেজ বাগানের

গত দুইটি ম্যাচ ধরে একেবারেই ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নতুন বছরের শুরুতে দুর্বল হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল দল। তারপর সেই ধারা বজায়…

Bengaluru FC as Aleksandar Jovanovic

গত দুইটি ম্যাচ ধরে একেবারেই ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নতুন বছরের শুরুতে দুর্বল হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল দল। তারপর সেই ধারা বজায় রেখেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচে জয় সুনিশ্চিত করে শুভাশিস বসুরা। কিন্তু পরবর্তীতে অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়েই পয়েন্ট খোয়াতে শুরু করে গতবারের লিগ শিল্ড জয়ীরা। শেষ দুই ম্যাচে জামশেদপুর এফসির পাশাপাশি ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে ও পয়েন্ট নষ্ট করে মেরিনার্সরা। সেই নিয়ে যথেষ্ট হতাশ সবুজ-মেরুন সমর্থকরা। তবুও এক্ষেত্রে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান।

বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকলেও পয়েন্ট নষ্ট হওয়ায় যথেষ্ট অখুশি বাগান কোচ জোসে মোলিনা‌। হিসাব অনুযায়ী আগামী ২৭শে জানুয়ারি নিজেদের ঘরের মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে কলকাতা ময়দানের এই প্রধান। বলাবাহুল্য, এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কান্তিরাভার বুকে এই দলের কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল‌ বাগান ব্রিগেডকে‌। সেই ধাক্কা ভুলে এবার এই দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জেসন কামিন্সদের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা।

   

তবে এমন হাইভোল্টেজ ম্যাচে আলেকসান্ডার জোভানোভিচকে মাঠে পাবে না জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি‌। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে বেঙ্গালুরু এফসির কোচকে। আসলে গত বুধবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। একটা সময় সেই ম্যাচে এগিয়ে থাকলেও ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি আইএসএল জয়ী এই দলের পক্ষে। শেষ পর্যন্ত বাজিমাত করেছিল সার্জিও লোবেরার ওডিশা এফসি। সেই সময় প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে গিয়েই দেখা দেয় বিপত্তি।

লাল কার্ড দেখতে হয় জোভানোভিচকে। রেফারির এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি বেঙ্গালুরুর ফুটবলাররা। তবুও পরবর্তীতে বেশ কয়েকবার আক্রমণে উঠে আসতে শুরু করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি।